কোচ খুঁজে না পেয়ে অশোকেই আস্থা সিএবির, ডিরেক্টর খোদ সৌরভ
বাংলা দলের কোচ খুঁজে পেল না সিএবি। অশোক মালহোত্রার উপরই আস্থা রাখতে চলেছেন বাংলা ক্রিকেটের কর্তারা। আর দলের উপর রাশ ধরে রাখতে লক্ষ্মী-মনোজদের ডিরেক্টর হতে চলেছেন খোদ যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। গতবছর বাংলা দলের হতশ্রী পারফরম্যান্সের পর কোচ বদলের ইঙ্গিত দিয়েছিল সিএবি। নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ছিল সৌরভ গাঙ্গুলির উপর। রবিন সিং থেকে শুরু করে লালচাঁদ রাজপুত, সাইরাজ বাহুতুলে, ভেঙ্কটেশ প্রসাদদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কাউকে না পাওয়ায় মালহোত্রাকেই কোচের পদে রাখার সিদ্ধান্ত নেন সৌরভ। পাশাপাশি দলের পারফরম্যান্সের উন্নতির জন্য নিজের হাতে ব্যাটনটাও তুলে নিয়েছেন। দিন্দাদের ডিরেক্টর হয়ে দলকে সাহায্য করার সিদ্ধান্তও নিয়েছেন। জানা গেছে টিম সৌরভের মেন্টর হচ্ছেন পলাশ নন্দী ও বোলিং কোচ হচ্ছেন রণদেব বসু।
ব্যুরো: বাংলা দলের কোচ খুঁজে পেল না সিএবি। অশোক মালহোত্রার উপরই আস্থা রাখতে চলেছেন বাংলা ক্রিকেটের কর্তারা। আর দলের উপর রাশ ধরে রাখতে লক্ষ্মী-মনোজদের ডিরেক্টর হতে চলেছেন খোদ যুগ্মসচিব সৌরভ গাঙ্গুলি। গতবছর বাংলা দলের হতশ্রী পারফরম্যান্সের পর কোচ বদলের ইঙ্গিত দিয়েছিল সিএবি। নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব ছিল সৌরভ গাঙ্গুলির উপর। রবিন সিং থেকে শুরু করে লালচাঁদ রাজপুত, সাইরাজ বাহুতুলে, ভেঙ্কটেশ প্রসাদদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কাউকে না পাওয়ায় মালহোত্রাকেই কোচের পদে রাখার সিদ্ধান্ত নেন সৌরভ। পাশাপাশি দলের পারফরম্যান্সের উন্নতির জন্য নিজের হাতে ব্যাটনটাও তুলে নিয়েছেন। দিন্দাদের ডিরেক্টর হয়ে দলকে সাহায্য করার সিদ্ধান্তও নিয়েছেন। জানা গেছে টিম সৌরভের মেন্টর হচ্ছেন পলাশ নন্দী ও বোলিং কোচ হচ্ছেন রণদেব বসু।