আম্পায়ার আউট দিলেও শ্রীনিবাসন ক্রিজ ছাড়ছেন না। পদত্যাগ করবেন না সাফ জানালেন শ্রীনি

সুপ্রিম কোর্টকেও বুড়ো আঙুল দেখালেন শ্রীনিবাসন। এদিন সকালে এক বেসরকারী সংবাদমাধ্যমে শ্রীনিবাসন জানিয়ে দিলেন, তিনি কিছুতেই বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না। বিসিআইয়ের মাধ্যমে এই খবর জানানো হয়। গতকালই সুপ্রিম কোর্ট বলে আইপিএল ফিক্সিংকাণ্ডের তদন্তে স্বচ্ছতার স্বার্থেই পদত্যাগ করা উচিত বোর্ড সভাপতির৷ মন্তব্য সুপ্রিম কোর্টের৷ দুদিনের মধ্যে তাঁর জবাব তলব করেছে শীর্ষ আদালত৷

Updated By: Mar 26, 2014, 12:39 PM IST

সুপ্রিম কোর্টকেও বুড়ো আঙুল দেখালেন শ্রীনিবাসন। এদিন সকালে এক বেসরকারী সংবাদমাধ্যমে শ্রীনিবাসন জানিয়ে দিলেন, তিনি কিছুতেই বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না। বিসিআইয়ের মাধ্যমে এই খবর জানানো হয়। গতকালই সুপ্রিম কোর্ট বলে আইপিএল ফিক্সিংকাণ্ডের তদন্তে স্বচ্ছতার স্বার্থেই পদত্যাগ করা উচিত বোর্ড সভাপতির৷ মন্তব্য সুপ্রিম কোর্টের৷ দুদিনের মধ্যে তাঁর জবাব তলব করেছে শীর্ষ আদালত৷

স্পট ফিক্সিংকাণ্ডে মুদগল কমিটির তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, `শ্রীনিবাসনের বিরুদ্ধে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। সেই সঙ্গে বলা হয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন শ্রীনি৷ না হলে আদালত তার রায় জানাবে৷ কিন্তু শ্রীনি ঘনিষ্ঠরা এখন বলছেন, `সংবিধান অনুযায়ী বোর্ডের কেউ প্রেসিডেন্টকে সরে দাঁড়াতে বলতে পারে না৷ এটা পুরোপুরি ওঁর সিদ্ধান্ত৷`

.