২০০ তেই থামবেন সচিন! জল্পনা আর গুজবে দেশ উত্তাল
২০০-তম টেস্ট খেলার পরই সচিন তেন্ডুলকর অবসর নিতে চলেছেন এমন খবর নিয়ে তোলপাড় দেশ। অবশ্য দুপুর গড়াতেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। মাস্টার ব্লাস্টারের অবসর নিয়ে সচিনের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিলের সঙ্গে কথা হয়েছে৷ এমন খবর প্রকাশিত হয় এক সর্বভারতীয় প্রচারমাধ্যমে। কিন্তু সন্দীপ পাতিল নিজে জানান, সচিনের সঙ্গে এমন কোনও কথা তাঁর এখন তো নয়ই গত দশ মাসে কখনই হয়নি।
২০০-তম টেস্ট খেলার পরই সচিন তেন্ডুলকর অবসর নিতে চলেছেন এমন খবর নিয়ে তোলপাড় দেশ। অবশ্য দুপুর গড়াতেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে গেল। মাস্টার ব্লাস্টারের অবসর নিয়ে সচিনের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিলের সঙ্গে কথা হয়েছে৷ এমন খবর প্রকাশিত হয় এক সর্বভারতীয় প্রচারমাধ্যমে। কিন্তু সন্দীপ পাতিল নিজে জানান, সচিনের সঙ্গে এমন কোনও কথা তাঁর এখন তো নয়ই গত দশ মাসে কখনই হয়নি।
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নাকি সচিনকে বোর্ডের তরফে সময়সীমা বেঁধে দিয়ে বলে দেওয়া হয়েছে। ২০০ নম্বর টেস্ট খেলার পর তাঁকে টেস্ট কেরিয়ারে ইতি টানার ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নিতেই হবে ৷ জাতীয় দলে রাখার ব্যাপারে তাঁর পারফরম্যান্সও বিচার করে দেখা হবে।