নরকে গিয়ে রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়ালের আধডজন, অভিষেকেই বড় জয় মোয়েসের, গুয়ার্দিওলারও শুরুটাও দারুণ হল

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হল ইউরোপের তিন জায়েন্ট ক্লাবের। দারুণ গেল তিন কোচের। দারুণ গেল তিন মহাতারকারও। বড় জয় পেলে ইউরোপের তিন বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড। আর তিন মহাতারকা মানে রোনাল্ডো হ্যাটট্রিক করলেন, বেঞ্জিমা আর রুনি জোড়া গোল করলেন।

Updated By: Sep 18, 2013, 10:24 AM IST

এক নজরে মঙ্গলবার রাতের ফলাফল- রিয়াল মাদ্রিদ (৬) গালাতাসারে (১)।। বায়ার্ন মিউনিখ (৩) সিএসকে মস্কো (০)।। ম্যান ইউ (৪) বেয়ার লিভারকুসেন (২)।। ম্যান সিটি (২) ভিক্টোরিয়া প্লাজন (০)।। জুভেন্তাস (১) কোবেনহাবেন (১)

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হল ইউরোপের তিন জায়েন্ট ক্লাবের। দারুণ গেল তিন কোচের। দারুণ গেল মহাতারকাদেরও। বড় জয় পেলে ইউরোপের তিন বড় ক্লাব রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড। রোনাল্ডো হ্যাটট্রিক করলেন আর রুনি জোড়া গোল করলেন।
ইউরোপে নরকের মাঠ হিসাবে পরিচিত তুরুস্কের গালাতাসারেতে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইস্তানবুলে রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে রিয়াল মাদ্রিদ ৬-১ গোলে উড়িয়ে দিল হোম ম্যাচে খেলতে নামা গালাতাসারেকে।
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে কোচিং করাতে নেমে দারুণ জয় পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড মোয়েস। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ ৪-২ গোলে হারাল বেয়ার লিভারকুসেনকে। এই ম্যাচে রুনি জোড়া গোল করেন, গোল পেলেন রবিন ফান পার্সি ও অ্যান্টনিও ভ্যালেন্সিয়াও।
সিএসকে মস্কোর বিরুদ্ধে ঘরের মাঠে পেপ গুয়ার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ জিতল ৩-০ গোলে। মেসিদের প্রাক্তন কোচ গুয়ার্দিওলার দলের হয়ে গোল করলেন আলাবা, মারিও, রবেন।
মানুয়েল পেয়েগ্রিনির ম্যানচেস্টার সিটিও প্রথম ম্যাচে জয় পেল। ম্যান সিটি ২-০ গোলে হারাল ভিক্টোরিয়া প্লাজনকে।
তবে তারকা দলের দারুণ দিনের মাঝে মন খারাপ করল জুভেন্তাস। ইতালির এই জায়েন্ট দল ১-১ গোলে আটকে গেল ড্যানিস ক্লাব কোবেনহাভেনের বিরুদ্ধে।

নরক মাঠে ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত কার্লো আন্সেলোত্তির দল এগিয় ছিল ৫-০ গোলে। গতবার কোয়ার্টার ফাইনালে রিয়াল শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরেছিল। ম্যাচের ৩৩ মিনিটে ইসকোর গোল থেকে যে গোল বর্ষণ শুরু হল থামল একেবারে ম্যাচের শেষে রোনাল্ডোর হ্যাটট্রিক গোলর থেকে। জোড়া গোল পেলেন করিম বেঞ্জিমাও। ৬৩ ও ৬৬ মিনিটে পরপর দুটো গোল করেন রোনাল্ডো। ইনজুরি টাইমে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সি আর সেভেন।

.