মরশুমের শুরুতেই ছন্দে বার্সেলোনা

মরশুমের শুরুতেই ছন্দে বার্সেলোনা। সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ জেতার পথে ক্যাটালিয়ান্স ক্লাব। গোল পাননি মেসি। নেইমারের অনুপস্থিতিতে গোল করে দলকে জেতালেন লুই সুয়ারেজ। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি লুই এনরিকের দল। দ্বিতীয়ার্ধ জুড়ে বার্সা ম্যাজিক। চুয়ান্ন মিনিটে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ।

Updated By: Aug 15, 2016, 06:08 PM IST
মরশুমের শুরুতেই ছন্দে বার্সেলোনা

ওয়েব ডেস্ক: মরশুমের শুরুতেই ছন্দে বার্সেলোনা। সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ জেতার পথে ক্যাটালিয়ান্স ক্লাব। গোল পাননি মেসি। নেইমারের অনুপস্থিতিতে গোল করে দলকে জেতালেন লুই সুয়ারেজ। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি লুই এনরিকের দল। দ্বিতীয়ার্ধ জুড়ে বার্সা ম্যাজিক। চুয়ান্ন মিনিটে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ।

আরও পড়ুন যে তেরঙ্গাকে পতপত করে উড়তে দেখে গর্বিত হন, জানেন ওটার নকশা করেছিলেন কে?

৮১ মিনিটে মুনিরের গোলে বার্সার প্রথম লেগে জয় নিশ্চিত হয়ে যায়। বুধবার ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচে নামার আগেই সুপার কাপ জেতার ব্যাপারে অনেকটা এগিয়ে গেলেন মেসিরা। রবিবার রাতে জিতলেও চিন্তায় মাঠ ছাড়লেন এনরিকে। চোটের কারণে প্রথম পর্বে পুরো ম্যাচ খেলতে পারেননি ম্যাথু ও ইনিয়েস্তা। দুই ফুটবলারই ফিরতি পর্বে অনিশ্চিত।

আরও পড়ুন  আজকের দিনে জন্মগ্রহণ করেই কী কবি পেয়েছিলেন 'আসল' স্বাধীনতা!

.