WATCH: খালি পায়ে আগুনের উপর হাঁটছেন ক্রিকেটার! যুদ্ধের আগে বিরল প্রস্তুতির ভিডিয়ো ভাইরাল
Bangladesh opener Mohammad Naim walks on fire as part: খালি পায়ে গনগনে আগুনের উপর হাঁটছেন ক্রিকেটার! ঠিকই পড়েছেন শিরোনাম। এরকম অভিনব পদ্ধতিতেই ট্রেনিং সারছেন বাংলাদেশের ওপেনার মহম্মদ নঈম শেখ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানর পর গত জুন মাসে, এশিয়া কাপের (Asia Cup 2023) ভেন্য়ু ও দিনক্ষণ চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে (hybrid model) টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে (India, Pakistan, Sri Lanka, Bangladesh, Afghanistan, Nepal) এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে। কাপযুদ্ধের জন্য সাকিব আল হাসানের (Shakib Al Hasan) দলের ওপেনার মহম্মদ নঈম শেখ (Mohammad Naim Sheikh) নিজেকে প্রস্তুত করছেন।
মহম্মদ যেভাবে নিজেকে তৈরি করছেন, তা দেখে থ হয়ে গিয়েছে বাইশ গজ! মাইন্ড ট্রেনারকে পাশে নিয়ে মহম্মদ নঈম বিরল ট্রেনিং সারছেন। খালি পায়ে গনগনে আগুনের উপর হাঁটছেন তিনি! কাপযুদ্ধের আগে তাঁর প্রস্তুতির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে! এই ভিডিয়ো শেয়ার করেছেন সইফ আহমেদ। যিনি বাংলা টাইগার্স ও রংপুর রাইডার্স দলের সোশ্য়াল মিডিয়া ম্যানেজার। মহম্মদ দুই বছর পর দেশের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে খেলেছেন তিনি। সইফই জানিয়েছেন যে, মহম্মদ মাইন্ড ট্রেনারের তত্ত্বাবধানে এরকম অনুশীলন সারছেন। গত সপ্তাহে বড় ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পদ্মাপাড়ের দেশ আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য় সেই সাকিব আল হাসানকেই নেতা হিসেবে বেছে নিল। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সাকিবকেই ক্যাপ্টেন করার ঘোষণা করে দিয়েছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ ছাড়াও সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। মহম্মদ নিজেকে তৈরি রাখছেন, তাঁর দেশের জন্য আসন্ন সব ক্রিকেটীয় যুদ্ধে নামার জন্য়।
আরও পড়ুন: Asia Cup 2023: দল ঘোষণার দিন, সম্ভাব্য স্কোয়াড, বাদ পড়ছেন কোন মহারথী? রইল সুপার-ডুপার সব আপডেট