করোনার থাবা ক্রিকেটে; এক ম্যাচ খেলেই দেশে ফিরছেন কিউইরা
এদিকে গলায় ব্যাথার জন্য আইসোলেশনে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনও।
নিজস্ব প্রতিবেদন: ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের পর এবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজ। করোনাভাইরাসের জন্য আপাতত স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মধ্যে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ।
একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে নিউ জিল্যান্ড দল। শুক্রবার ফাঁকা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয়। কিন্তু নিউজিল্যান্ড সরকারের নির্দেশের পর দেশে ফিরতে হচ্ছে কেন উইলিয়ামসনদের। দেশের সরকারের সিদ্ধান্ত মেনে দেশে ফিরছেন কিউই ক্রিকেটাররা। দেশে ফিরে ১৪ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হবে নিউজিল্যান্ড ক্রিকেটারদের।
JUST IN: The ongoing #AUSvNZ ODI series and Australia's upcoming away series in New Zealand have both been postponed amid growing COVID-19 concerns. pic.twitter.com/XNx29nwsdH
— ICC (@ICC) March 14, 2020
এদিকে গলায় ব্যাথার জন্য আইসোলেশনে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনও। অবশ্য পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া যায়নি। করোনার জেরে বাতিল হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর বাতিল হতে চলেছে মাঝপথে। প্রস্তুতি ম্যাচ খেলার মাঝেই ব্রিটিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন - করোনার থাবা :অনুশীলন বন্ধ ধোনিদের