Rohit Sharma, IND vs PAK : বাবর আজমের পাকিস্তানকে বুঝে নেবে ভারত, হুঙ্কার দিলেন 'হিটম্যান'

Rohit Sharma, IND vs PAK : বিরাট কোহলি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এই ফরম্যাটে দলের খেলায় বদল এসেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর এখনও পর্যন্ত টানা সাতটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সেখানে হার এসেছে মাত্র চার ম্যাচে। এমন প্রেক্ষাপটে ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নামবে ভারত।    

Updated By: Aug 17, 2022, 10:26 PM IST
Rohit Sharma, IND vs PAK : বাবর আজমের পাকিস্তানকে বুঝে নেবে ভারত, হুঙ্কার দিলেন 'হিটম্যান'
বাবর আজমকে হুঙ্কার দিলেন রোহিত শর্মা। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) হারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ১০ উইকেটে হার এখনও ভুলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এ বার এশিয়া কাপে (Asia Cup 2022) 'মাদার অফ ব্যাটেল'-এ নামার আগে বাবর আজমের (Babar Azam) পাক দলকে কড়া বার্তা দিলেন ভারতীয় দলের অধিনায়ক। 'হিটম্যান' এ বার অন্য ভারতীয় দলকে দেখবে। গত বারের সাক্ষাতে প্রথম ব্যাটিং ব্যার্থতার মুখে পড়েছিল ভারত। সেইজন্য দশ উইকেটে লজ্জাজনক হার হজম করে মাঠ ছেড়েছিল বিরাট কোহলির (Virat Kohli) 'মেন ইন ব্লু' ব্রিগেড। 

মুম্বইতে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবেশী দেশকে হুঙ্কার দিয়ে রোহিত বলেন, "এশিয়া কাপ অনেক বছর পরে আয়োজিত হচ্ছে। তাই আমাদের ভাল পারফরম্যান্স করতেই হবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা ভাল খেলেছিল বলেই জিতেছিল। তবে এ বার আমরা অন্য রকম মেজাজে খেলব। গত কয়েক মাস আমরা আগ্রাসী মানসিকতা নিয়ে খেলেছি। আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। দলেও অনেক বদল এসেছে। তাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্য রকম হবে।" 

আরও পড়ুন: FIFA bans AIFF: কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন জানাল মহিলা দল? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli, Asia Cup 2022: এশিয়া কাপে নামার আগে চাপে রয়েছেন, মেনে নিলেন কোহলি

তবে এশিয়া কাপে যে মরু দেশের আবহাওয়া বড় ফ্যাক্টর হবে সেটাও জানাতে ভুললেন না রোহিত। তিনি যোগ করেন, "তবে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার আগে আমাদের আবহাওয়ার বিরুদ্ধেও লড়াই করতে হবে। কারণ ৪০ ডিগ্রি তাপমাত্রায় খেলা কিন্তু মুখের কথা নয়। সেটাও মাথায় রাখতে হবে।" 

কোহলি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এই ফরম্যাটে দলের খেলায় বদল এসেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর এখনও পর্যন্ত টানা সাতটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সেখানে হার এসেছে মাত্র চার ম্যাচে। এমন প্রেক্ষাপটে ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে নামবে ভারত।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.