FIFA bans AIFF: কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন জানাল মহিলা দল? জানতে পড়ুন
FIFA bans AIFF: এএফসি ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা গোকুলামের। সেই মতো তারা যথা সময়ে পৌঁছে গিয়েছে উজবেকিস্তানে। এখন পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়ানোর অথৈ জলে ফুটবলাররা। যদিও ক্লাবের সভাপতি ভিসি প্রবীণ এখনও আশাবাদী প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে।
জি ২৪ ঘন্টা ব্যুরো রিপোর্ট : আগামী ২০ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। এএফসির (AFC Championship) ঐতিহ্যশালী টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যেই উজবেকিস্তানে পৌঁছে গিয়েছে গোকুলাম কেরালা এফসির মহিলা দল (Gokulam Kerala FC Womens)। তবে হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা ক্লাব তথা ফুটবলারদের। ফিফা (FIFA) কয়েক ঘণ্টা আগেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) নির্বাসিত করেছে। ফলে মাঠে নামতে পারবে গোকুলাম কেরল এফসি-র মহিলা দল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কাছে কাতর আবেদন করেছে প্রমিলাবাহিনি।
এএফসি ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা গোকুলামের। সেই মতো তারা যথা সময়ে পৌঁছে গিয়েছে উজবেকিস্তানে। এখন পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়ানোর অথৈ জলে ফুটবলাররা। যদিও ক্লাবের সভাপতি ভিসি প্রবীণ এখনও আশাবাদী প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে। তাঁর দাবি ফিফা এআইএফএফ-কে নির্বাসিত করার পরে তাঁদের মাঠে নামার বিষয়ে কোনও বিশেষ নির্দেশ দেওয়া হয়নি। গোকুলাম সভাপতির ধারণা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চোখ খুলতেই হয়ত ফিফা সাময়িকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।
23 women team players of Gokulam Kerala FC are stranded at Tashkent now of no fault of ours. We request urgent intervention by @PMOIndia @ianuragthakur @Anurag_Office @narendramodi for us to participate in the AFC. pic.twitter.com/ltiM81XE5q
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) August 17, 2022
আরও পড়ুন: FIFA Bans AIFF: ফিফা থেকে নির্বাসিত এআইএফএফ, কী রায় দিল সুপ্রিম কোর্ট? জেনে নিন
আরও পড়ুন: Mamata Banerjee at East Bengal: উদ্বাস্তু মানুষের লড়াইকে কুর্নিশ, লাল-হলুদকেও ৫০ লাখ দিলেন মমতা
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। ফেডারেশনকে শুধু নির্বাসিত করাই নয়, ভারত থেকে সরানো হচ্ছে অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপও ভারতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।