বিরুষ্কা জুটি নিয়ে ফের জল্পনা, এবছরই নাকি বিয়ে

বছরের প্রথম দিনে বিরাট-অনুষ্কার বাগদান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। টুইট করে তা অবশ্য খারিজ করে দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট-অনুষ্কার। দেরাদুন থেকে বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরার পথ ধরতেই বিমানবন্দরে ফের ক্যামেরাবন্দী হয়ে নয়া জল্পনা উসকে দিলেন এই হট কেক জুটি। এবারের জল্পনা দুই তারকার সাত পাকে বাধার গল্প। সত্যিই কি বিরাট-অনুষ্কা এখন বিয়ে নিয়ে ভাবছেন না? গোপনে বাগদান হয়নি তো? এরকম হাজারো প্রশ্নের মধ্যে উঠে এসেছে দুই তারকার বিয়ের জল্পনা। শোনা যাচ্ছে দুই পরিবারের মধ্যে না কি কথাবার্তা অনেকটাই এগিয়েছে। দুহাজার সতেরোতেই বিরাট যদি অনুষ্কার সঙ্গে সাতপাকে বাধা পড়েন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Updated By: Jan 4, 2017, 02:42 PM IST
বিরুষ্কা জুটি নিয়ে ফের জল্পনা, এবছরই নাকি বিয়ে

ব্যুরো: বছরের প্রথম দিনে বিরাট-অনুষ্কার বাগদান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। টুইট করে তা অবশ্য খারিজ করে দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট-অনুষ্কার। দেরাদুন থেকে বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরার পথ ধরতেই বিমানবন্দরে ফের ক্যামেরাবন্দী হয়ে নয়া জল্পনা উসকে দিলেন এই হট কেক জুটি। এবারের জল্পনা দুই তারকার সাত পাকে বাধার গল্প। সত্যিই কি বিরাট-অনুষ্কা এখন বিয়ে নিয়ে ভাবছেন না? গোপনে বাগদান হয়নি তো? এরকম হাজারো প্রশ্নের মধ্যে উঠে এসেছে দুই তারকার বিয়ের জল্পনা। শোনা যাচ্ছে দুই পরিবারের মধ্যে না কি কথাবার্তা অনেকটাই এগিয়েছে। দুহাজার সতেরোতেই বিরাট যদি অনুষ্কার সঙ্গে সাতপাকে বাধা পড়েন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

.