সিন্ধুর জয়, সাইনার পরাজয়

 অল ইংল্যান্ড ওপেনে সিন্ধু জিতলেও হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল। 

Updated By: Mar 15, 2018, 02:57 PM IST
সিন্ধুর জয়, সাইনার পরাজয়
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: অল ইংল্যান্ড ওপেনে সিন্ধু জিতলেও হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল। একেবারে প্রথম রাউন্ডেই বিদায় নেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা। চাইনিজ তাইপের প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে হেরে যান সাইনা। তবে ভারতের তারকা পিভি সিন্ধু  থাইল্যান্ডের পর্নপাওই-র হাড্ডাহাড্ডি ম্যাচে প্রথম গেমে পিছিয়ে পড়েও পরপর দুই গেম জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ভারতের কিদাম্বি শ্রীকান্তও ফ্রান্সের ব্রাইস লিভারডেজের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান। পরে অবশ্য পরপর দুটি গেম জিতে তিনিও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এইচ এস প্রনয়ও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

আরও পড়ুন- শ্রীলঙ্কায় আসুন, বিরুষ্কাকে আমন্ত্রণ ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরার

.