বোল্টের গতিতে ১২ হাজার ছুঁলেন কুক, হারালেন সচিনকেও

সিডনি টেস্টে জীবনের ১৫২তম ম্যাচের ২৭৫ ইনিংস খেলতে এসে কুক করলেন ১২ হাজার ৫ রান। অ্যাসেজ সিরিজের শেষ টেস্টে দল হারলেও এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। 

Updated By: Jan 8, 2018, 03:59 PM IST
বোল্টের গতিতে ১২ হাজার ছুঁলেন কুক, হারালেন সচিনকেও
ছবি-টুইটার
ওয়েব ডেস্ক: সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা- পাঁচ কিংবদন্তিকে ডজ করে অবশেষে গোল করলেন অ্যালিস্টার কুক। ক্রিকেট বিশ্বের এই উজ্জ্বল নক্ষত্র 'অল টাইম গ্রেট'দের সরিয়ে ১২ হাজারের মাইলফলক প্রতিষ্ঠা করলেন তিনি। ক্রিকেট ইতিহাসে কুকের এই ব্রিটিশ আধিপত্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান করতে ব্রিটিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক সময় নিলেন মাত্র ১১ বছর ৩১২ দিন। যা সর্বকালের সেরা রেকর্ড। একই সঙ্গে এই ব্রিটিশ তারকা সব থেকে কম বয়সে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন। 
 
 
সিডনি টেস্টে জীবনের ১৫২তম ম্যাচের ২৭৫ ইনিংস খেলতে এসে কুক করলেন ১২ হাজার ৫ রান। অ্যাসেজ সিরিজের শেষ টেস্টে দল হারলেও এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। 
 
 
২০০৬, ১ মার্চ ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল কুকের। এরপর দীর্ঘ একদশকেরও বেশি সময় ২২ গজের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। এক যুগে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন এই ওপেনার। টেস্ট ক্রিকেটে ৩২টি শতরান, ৫৫টি অর্ধ-শতরান তো আছেই। সম্প্রতি মেলবোর্নে কুকের দ্বিশতরানের ইনিংস রেকর্ড বুকে হার মানিয়েছে স্যার ভিভিয়ান রিচার্ডসকেও। আর সিডনিতে ১২ হাজার রান করে একে একে সর্বকালের মাস্টারদেরও পিছনে ফেলে দিলেন এই তারকা।
 
টেস্ট ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলকে সবথেকে দ্রুত অ্যালিস্টার কুক-  
 
বছর  দিন নাম
১১  ৩১২ অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (বয়স-৩৩ বছর) (২৭৫ ইনিংস)
১৪  ১৬৭ কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (বয়স- ৩৭বছর) (২২৪ ইনিংস)
১৪  ১৭৯   রাহুল দ্রাবিড় (ভারত) (বয়স- ৩৭) (২৫৫ ইনিংস)
১৪  ২২৫ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) (বয়স- ৩৫) (২৪৭ ইনিংস)
১৫  ৩৩৮ জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা) (বয়স- ৩৬) (২৪৯ ইনিংস) 
১৮  ৩৩৭ সচিন তেন্ডুলকর (ভারত) (বয়স- ৩৫) (২৪৭ ইনিংস)
 
* যদিও ইনিংসের  বিচারে এদের সবার থেকে পিছিয়ে অ্যালিস্টার কুক। ১২ হাজার রান করতে ২৭৫টি ইনিংস নিয়েছেন এই বাঁ হাতি তারকা।  
.