বোলিং অ্যাকশন শুধরে বিশ্বকাপে খেলব, জোর গলায় বললেন আজমল

''অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০১৫-তে খেলবই''। জানিয়ে দিলেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বহিষ্কৃত পাকিস্তানের স্পিনার সৈয়দ আজমল। বোলিং অ্যাকশন শুধরে নিতে আজমলকে সাহায্য করবেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলেন মুস্তাক। বিগত পাঁচ বছর ধরে পাকিস্তানের সেরা অস্ত্র আজমল বহিষ্কৃত হওয়ার খবরে হতাশ পাকিস্তানের ক্রিকেট মহল।

Updated By: Sep 9, 2014, 10:34 PM IST
বোলিং অ্যাকশন শুধরে বিশ্বকাপে খেলব, জোর গলায় বললেন আজমল

ওয়েব ডেস্ক: ''অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০১৫-তে খেলবই''। জানিয়ে দিলেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বহিষ্কৃত পাকিস্তানের স্পিনার সৈয়দ আজমল। বোলিং অ্যাকশন শুধরে নিতে আজমলকে সাহায্য করবেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলেন মুস্তাক। বিগত পাঁচ বছর ধরে পাকিস্তানের সেরা অস্ত্র আজমল বহিষ্কৃত হওয়ার খবরে হতাশ পাকিস্তানের ক্রিকেট মহল।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আজমলের বোলিং অ্যাকশন বেআইনি হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট চলাকলীন তার অ্যাকশন  নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। এরপর ব্রিসবেনে ন্যাশানল ক্রিকেট সেন্টারে  আইসিসি-র  টিমের সামনে পরীক্ষায় বসেন আজমল। এই পরীক্ষার ভিত্তিতেই আজমলের অ্যাকশন অবৈধ বলে জানাল আইসিসি।  

পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্টে ১৭৮টি উইকেট দখল করেছেন আজমল। ১১১টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮৩টি উইকেট। দেশের হয়ে ৬৩টি টি-২০ ম্যাচে ৮৫টি উইকেট পেয়েছেন এই পাক অফস্পিনার।

২০০৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন সৈয়দ আজমলের। সেই বছরই তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে। কিন্তু পার্থে University of Western Australia-তে পরীক্ষা দিয়ে তখনকার মত ক্লিনচিট পান তিনি। কিন্তু এই বার আইসিসি-এর সামনে সরাসরি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলেন আজমল।

.