অ্যাম্বুলেন্স বিনা ম্যাচের কিক অফ নয়, এআইএফএফ

বেঙ্গালুরুতে খেলার সময় ফুটবলার মারা যাওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বেঙ্গালুরুতে প্রথম ডিভিসন লিগের ম্যাচে কার্যত বিনা চিকিত্সায় প্রাণ হারাতে হয় তরুণ ফুটবলার ভেঙ্কটেশকে। মাঠে ছিল না কোন অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ছাড়া এবার থেকে আর কোন ম্যাচের কিক অফ হবে না বলে জানিয়েছেন এআইএফএফ সচিব কুশল দাস।।

Updated By: Mar 23, 2012, 09:13 PM IST

বেঙ্গালুরুতে খেলার সময় ফুটবলার মারা যাওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বেঙ্গালুরুতে প্রথম ডিভিসন লিগের ম্যাচে কার্যত বিনা চিকিত্সায় প্রাণ হারাতে হয় তরুণ ফুটবলার ভেঙ্কটেশকে। মাঠে ছিল না কোন অ্যাম্বুলেন্স। চিকিৎসক হিসাবে মাঠে যিনি উপস্থিত ছিলেন, তিনি আসলে একজন কম্পাউন্ডার। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এআইএফএফ। অ্যাম্বুলেন্স ছাড়া এবার থেকে আর কোন ম্যাচের কিক অফ হবে না বলে জানিয়েছেন এআইএফএফ সচিব কুশল দাস।।
বেঙ্গালুরুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলও। তিনি পরিষ্কার জানিয়েছেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

.