WATCH | Lionel Messi: 'ও গেলে...'! প্রাক্তন প্রতিদ্বন্দ্বীকে বিরাট বার্তা বেলের, মেসি কি মায়ামি যাবেন?
Gareth Bale sends Lionel Messi a soothing message about MLS: পিএসজি ছেড়ে লিয়োনেল মেসি যাচ্ছেন ইন্টার মায়ামিতে। এবার মেসিকে মেজর লিগ সকারের অভিজ্ঞতা ভাগ করে নিলেন গ্যারেথ বেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্সেলোনা (Barcelona) বা আল হিলাল (Al-Hilal) নয়, মেসি যাচ্ছেন ইন্টার মায়ামিতেই (Inter Miami)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) ও ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাবই মেসির নেক্সট ডেস্টিনেশন। রেকর্ড অর্থ ও একাধিক সুযোগ সুবিধা পেয়েই প্যারিস ছেড়ে আমেরিকা যাচ্ছেন লিয়ো। মেসিকে খুব ভালো ভাবেই চেনেন গ্য়ারেথ বেল (Gareth Bale)। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ওয়েলস উইজার্ড। ২০১৩-২২ পর্যন্ত খেলেছেন রিয়ালে। রিয়াল বনাম বার্সেলোনা ম্যাচে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন বেল। রিয়াল ছেড়ে বেল লস অ্যাঞ্জেলস এফসি-র হয়ে খেলেছেন মেজর লিগ সকার (MLS)। এমএলএসের হাতে-কলমে অভিজ্ঞতা রয়েছে বেলের। মেসি মায়ামির বিমান ধরার আগে, তাঁকে বিরাট বার্তা দিলেন বেল।
বিটি স্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে বেল বলেছেন, 'মেসি মায়ামিতে যাচ্ছে, এটা ভালো ব্য়াপার। অনেক বেশি চিলড থাকবে ও। মাদ্রিদে হারলে মনে হত পৃথিবী শেষ। আপনি তখন ক্রুসবিদ্ধ, চূড়ান্ত হতাশা! বাড়ি গিয়েও আনন্দে থাকা যেত না। এমএলএসে হারটা অনেক সহজে গ্রহণ করা হয়। আমার মনে হয় সেভাবে কোনও পরিণতি নেই। অবনমনের কোনও ব্যাপার নেই। হেরে পরের ম্যাচ খেলতে নামায় কোনও প্রভাব পড়ে না। ওখানে হারটা একটু ভালো ভাবে মেনে নেওয়া হয়। ওরা যেমন হারতে জানে, তেমনই প্রতিটি ম্যাচ জেতার পর এমন ভাবে উদযাপন করে, যেন মনে হয় চ্যাম্পিয়নশিপই জিতে গিয়েছে। অবশ্যই মেসি প্রচুর উপভোগ করবে।'
আরও পড়ুন: Neymar: গার্লফ্রেন্ডের তিন শর্তেই 'স্বাধীন' নেইমার, ছাড় বাকিদের সঙ্গে উদ্দাম যৌনতায়!
সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে বেলের নেতৃত্বে খেলেছিল ওয়েলস। ৬৪ বছরে প্রথমবার ওয়েলস বিশ্বকাপ খেলেছিল। কিন্তু গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ওয়েলসকে। ৬ ফুট ১ ইঞ্চির ফুটবলার ২০০৬ সালে সিনিয়র কেরিয়ার শুরু করেন সাউদাম্পটনের হাত ধরে। সেখানে এক মরসুম কাটিয়ে চলে আসেন টটেনহ্যামে। ২০০৭-১৩ পর্যন্ত সেখানে কাটিয়ে ১৪৬ ম্যাচে ৪২ গোল করেন। এরপরেই বেলের কেরিয়ার ঘুরে যায়। রিয়াল মাদ্রিদ থেকে চলে আসে প্রস্তাব। রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডে রিয়ালে সই করেন তিনি। সাদা জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমার সঙ্গে তৈরি করেছিলেন অপ্রতিরোধ্য 'বিবিসি' ত্রয়ী। এই ত্রিফলা বিপক্ষের ঘুম ছুটিয়ে দিয়েছিল। কার্ডিফের উইঙ্গার তেত্রিশেই ফুটবলকে বলেছেন আলবিদা। ব্রিটেনের অন্যতম বর্ণময় ফুটবলার ছিলেন তিনি। লস অ্যাঞ্জেলস এফসি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই শেষের 'বেল' বাজিয়ে ছিলেন তিনি। রিয়ালের হয়ে ২৫৮ ম্যাচে ১০৬ গোল করেন বেল। তিনি তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি সুপার কোপা দে এসপানা, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার লিগ ও তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন।