ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করতে চান আফ্রিদি
Updated By: Jan 20, 2015, 09:13 PM IST
ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ১৭ বছর ধরে তিনি ছিলেন ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দামী বিশ্বরেকর্ডের মালিক। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরি বিশ্বরেকর্ডের মুকুট পরে বসেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। কিন্তু প্রথমে গত বছর জানুয়ারিতে কিউই ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন ৩৬ বলে, তারপর ক দিন আগে দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স ৩১ বলে শতরান করে আফ্রিদির রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন।
আসন্ন বিশ্বকাপে তাঁর সেই হারানো বিশ্বরেকর্ডের মুকুট ফিরে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন বুম বুম আফ্রিদি। বললেন,"জানি এসব রেকর্ড পরিকল্পনা করে বানানো যায় না, তবু বলব এবি-ক রেকর্ডটা ভাঙার একটা লক্ষ্য রাখব। "