ICC World Cup 2019: আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া!
ভারতকে বাগে পেয়েও ওল আউট করতে পারল না আফগানরা।
নিজস্ব প্রতিবেদন : টস জিতে প্রথমে ব্যাটিং করেও আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ভালো শুরু করেও বড় রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি। আফগানদের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে মাত্র ২২৪ রান তুলল বিরাটের দল।
সাউদাম্পটনে টস জিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। মাত্র এক রানে মুজিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। ধীরে ব্যাটিং করতে থাকা আর এক ওপেনার কেএল রাহুল ৫৩ বলে ৩০ রান করে আউট হলেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে ৬৭ রান করে আউট হলেন। ফলে আফগানদের বিরুদ্ধে সচিন-লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করা হল না ভারত অধিনায়কের।
Excellent bowling effort from Afghanistan!
They restrict the dangerous Indian lineup to 224/8 – can they chase it down to claim their first #CWC19 victory?#INDvAFG#AfghanAtalan#TeamIndia pic.twitter.com/4YWlj8gIiV
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
বিজয় শঙ্কর চার নম্বরে নেমে ৪১ বলে করলেন ২৯ রান। এরপর ধোনি এবং কেদার যাদব ধীর গতিতে ব্যাট করতে থাকেন। ৫২ বলে ২৮ রান করেন এমএস ধোনি। হার্ড হিটার হার্দিক পাণ্ডিয়া ফিরলেন ৭ রানে। শামি ১ রান করেন। ৫২ রান করে ফিরলেন কেদার যাদবও। শেষপর্যন্ত মাত্র ২২৪ রান তুল ভারত। ভারতকে বাগে পেয়েও ওল আউট করতে পারল না আফগানরা।
We have a serious contest on our hands at the Hampshire Bowl!
Afghanistan need 225 to record a historic victory over India.#CWC19 | #INDvAFG pic.twitter.com/pix2ogkEUn
— ICC (@ICC) June 22, 2019
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মহম্মদ নবি ও গুলবাদিন নইব। একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান এবং রহমত শাহ। মূলত মুজিব, নবি, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ভারতকে কম রানে আটকে রাখে আফগানিস্তান।
আরও পড়ুন - ''আপনি শুয়োরের মতো মোটা কেন!'' ছেলের সামনে চরম অপমানিত পাকিস্তানের অধিনায়ক