আফগানরা শিক্ষা দিয়ে গেল ধোনিদের

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভারতের হল জয় দিয়ে। কিন্তু সেই জয়ের মধ্যে থাকল সতর্কবাণী। আফগান ফিল্ডিংটা আরও একটা আঁটোসাটো হলে, আর ব্যাটিং আরও একটু জমাট থাকলে ধোনিদের হয়ত আরও একটু বিপদে পড়তে হত।

Updated By: Sep 20, 2012, 01:32 PM IST

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভারতের হল জয় দিয়ে। কিন্তু সেই জয়ের মধ্যে থাকল সতর্কবাণী। আফগান ফিল্ডিংটা আরও একটা আঁটোসাটো হলে, আর ব্যাটিং আরও একটু জমাট থাকলে ধোনিদের হয়ত আরও একটু বিপদে পড়তে হত। ধোনি নিজেও স্বীকার করে নিয়েছেন সেই কথা। ভারত অধিনায়ক বলছেন, আরও একটু ভালাভাবে জেতা যেত। ম্যাচের সেরা বিরাট কোহলি আবার বলছেন, শেষের ওভারগুলোতে আমাদের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে।
রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচে সুপার এইটের আগে ধোনিদের কাছে ভুল শুধরে নেওয়ার সেরা সুযোগ।

.