কোচ বিতর্কে কোহলিকে এবার কাঠগড়ায় দাঁড় করালেন অভিনব বিন্দ্রা

অনিল কুম্বলের পদত্যাগের পর দেশজুড়ে কিন্তু বিরাট কোহলিই ভিলেন বনে গেছেন। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। আবার ক্রিকেট প্রেমীরা এক ধাপ এগিয়ে কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানোরও দাবি তুলেছেন। বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে টুইট করেছেন অভিনব বিন্দ্রাও।

Updated By: Jun 21, 2017, 11:32 PM IST
কোচ বিতর্কে কোহলিকে এবার কাঠগড়ায় দাঁড় করালেন অভিনব বিন্দ্রা

ওয়েব ডেস্ক : অনিল কুম্বলের পদত্যাগের পর দেশজুড়ে কিন্তু বিরাট কোহলিই ভিলেন বনে গেছেন। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। আবার ক্রিকেট প্রেমীরা এক ধাপ এগিয়ে কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানোরও দাবি তুলেছেন। বিরাট কোহলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে টুইট করেছেন অভিনব বিন্দ্রাও।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে নতুন কোচের নাম নিয়ে জল্পনা উস্কে দিল BCCI!

বুঝিয়ে দিয়েছেন শিক্ষককে সবসময় সম্মান জানানো উচিত। ভারতের হয়ে অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে একমাত্র সোনা জয়ী এই শুটার লেখেন তাঁর কোচকে তিনি  অত্যন্ত অপছন্দ করতেন । ক্রমাগত তাঁর অপছন্দের কথাগুলোই বলতেন তাঁর কোচ।  কিন্তু তা সত্ত্বেও তার অধীনেই তিনি  ছিলেন কুড়ি বছর। ছোট্ট টুইট কিন্তু বড় শিক্ষা। তবে কোহলি এই টুইট কিভাবে নিলেন তা একমাত্র তিনিই বলতে পারবেন।

.