BCCI: ভারতীয় দলের প্রাক্তন এই পেসার এবার সামলাবেন বোর্ডের বিশেষ দায়িত্ব
ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার আবে কুরুভিল্লাকে (Abey Kuruvilla) বিশেষ পদে নিয়োগ করল বিসিসিআই (BCCI)।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার আবে কুরুভিল্লা (Abey Kuruvilla) গতবছর জাতীয় সিনিয়র দলের নির্বাচক পদে নিযুক্ত হয়েছিলেন। কেরলের ৫৩ বছরের নিবাসী পদত্য়াগ করে এবার বোর্ডের জেনারেল ম্যানেজারের (ক্রিকেট অপারেশনস) ভূমিকায় আসছেন। ধীরজ মালহোত্রার জুতোয় পা গলাচ্ছেন ৬ ফুট ৬ ইঞ্চির প্রাক্তন ক্রিকেটার। কয়েক মাস আগে মালহোত্রা বোর্ডের দায়িত্ব ছেড়ে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগ দেওয়ায় জেনারেল ম্যানেজারের পদ ফাঁকা হয়ে যায়। সেই জায়গায় আসছেন কুরুভিল্লা।
গতবছর অজিত আগরকরকে (Ajit Agarkar) টপকে পশ্চিমাঞ্চলের নির্বাচক হয়েছিলেন কুরুভিল্লা। পশ্চিমাঞ্চলের নির্বাচক হওয়ার আগে জুনিয়র জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন কুরুভিল্লা। সেই পদে চার বছর থাকায় পশ্চিমাঞ্চলের নির্বাচক হিসাবে মাত্র এক বছরই দায়িত্ব সামলাতে পেরেছেন তিনি। বিসিসিআই-এর সংবিধান মেনে জাতীয় স্তরে নির্বাচক হিসেবে পাঁচ বছরের বেশি থাকা সম্ভব নয়। সেজন্য কুরুভিল্লাকে সেই পদ থেকে সরে আসতে হয়। গত বুধবার বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে প্রশাসনিক রদবদল হয়। কুরুভিল্লাকে জেনারেল ম্যানেজারের পদে আনা হয়। কুরুভিল্লা দেশের হয়ে ১০টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লাল বলের ও সাদা বলের ক্রিকেটে ২৫টি করে মোট ৫০টি উইকেট পেয়েছেন তিনি। টেস্টে ব্যাট হাতে ৬৬ রান করেছেন কুরুভিল্লা। দেশের হয়ে ওয়ানডে ম্যাচে করেছেন ২৬ রান।
আরও পড়ুন: Pujara-Rahane: পূজারা-রাহানের ভবিষ্যৎ কী? এবার সাফ জানিয়ে দিলেন Rohit Sharma
আরও পড়ুন: Bengal vs Chandigarh: অধিনায়ক অভিমন্যুর সেঞ্চুরিতে প্রথম দিনেই রানের পাহাড়ে বাংলা