ইডেনে কেকেআর-কিংস ম্যাচে ঘটল এমন ঘটনা, যা খুব কমই ঘটে
আন্দ্রে রাসেলের অনবদ্য পারফরম্যান্স। শেষ বেলায় অক্ষর প্যাটেলের দুরন্ত ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। উথাপ্পার সুন্দর ধ্বংসাত্মক ব্যাটিং। বুধবারের ইডেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল সব কিছু। মাঠ না ভরলেও মন ভরল। হাসি মুখে কেকেআর সমর্থকদের মতই ইডেন ছাড়েন শাহরুখ খান। তবে বুধবার ইডেন গার্ডেন আইপিএলের এই ম্যাচটা মনে থাকবে অন্য একটা কারণে। কেকেআর প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৬৪ রান।
ওয়েব ডেস্ক: আন্দ্রে রাসেলের অনবদ্য পারফরম্যান্স। শেষ বেলায় অক্ষর প্যাটেলের দুরন্ত ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েলের মরিয়া চেষ্টা। উথাপ্পার সুন্দর ধ্বংসাত্মক ব্যাটিং। বুধবারের ইডেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল সব কিছু। মাঠ না ভরলেও মন ভরল। হাসি মুখে কেকেআর সমর্থকদের মতই ইডেন ছাড়েন শাহরুখ খান। তবে বুধবার ইডেন গার্ডেন আইপিএলের এই ম্যাচটা মনে থাকবে অন্য একটা কারণে। কেকেআর প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৬৪ রান।
নাইটদের ইনিংসে যে তিনটি উইকেট পড়ে, তার সবগুলিই রান আউট। ৭০ রানে রান আউট উথাপ্পা। অধিনায়ক গম্ভীর ৪৫ বলে ৫৪ রান করার পর রান আউট। এই রান আউটের পর আইপিএলের ইতিহাসে মোট ১৩ বার রান আউট হয়ে রেকর্ড গড়লেন গম্ভীর। আন্দ্রে রাসেলের ক্ষেত্রেও ঠিক তাই হল। ১৬ রান করে রাসেলও রান আউট। এক ইনিংসে সব কটা আউটই রান আউটের মাধ্যমে হয়েছে। এমন ঘটনা ক্রিকেটে খুব কমই দেখা যায়।
৯ ম্যাচ খেলার পর নাইটরা এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। বাকি আর সাত ম্যাচ, অন্তত চারটে জিতলেই প্লে অফ হাতের মুঠোয় গম্ভীরদের।