বাবা হওয়ার ছুটি নিচ্ছেন, তাই টেস্টে একশোয় একশো হচ্ছে না ডেভিলিয়ার্সের

দেশের জার্সিতে টানা ১০০টা টেস্ট খেলার নজির গড়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স। প্রথমবার বাবা হতে চলেছেন তাই বোর্ডের কাছে ছুটি চেয়ে ছিলেন এবি। আর তাই বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। তবে ওয়ানডে ও টি২০ সিরিজে খেলবেন এবি।

Updated By: May 27, 2015, 06:09 PM IST
বাবা হওয়ার ছুটি নিচ্ছেন, তাই টেস্টে একশোয় একশো হচ্ছে না ডেভিলিয়ার্সের

ওয়েব ডেস্ক: দেশের জার্সিতে টানা ১০০টা টেস্ট খেলার নজির গড়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স। প্রথমবার বাবা হতে চলেছেন তাই বোর্ডের কাছে ছুটি চেয়ে ছিলেন এবি। আর তাই বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। তবে ওয়ানডে ও টি২০ সিরিজে খেলবেন এবি।

বাংলাদেশে দুটি টেস্ট সিরিজে খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসাবে একটানা ১০০টা টেস্ট খেলার নজির গড়তেন ডেভিলিয়ার্স। দেশের হয়ে টানা ১৫৩টা টেস্ট খেলার বিশ্বরেকর্ড আছে অস্ট্রেলিয়ার অ্যালেন বর্ডারের। ইংল্যান্ডের আলিস্টার কুক টানা ১১১টা টেস্ট খেলছেন। মার্ক ওয়া টানা ১০৭টি ও সুনীল গাভাসকর টানা ১০৬টি টেস্ট খেলেছেন।

বাংলাদেশ সফরে ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে ডেল স্টেইনকে। জুলাইয়ের ৫ তারিখ থেকে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ভারত ফিরে যাওয়ার পরই বাংলাদেশে নামবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল- Hashim Amla, Dean Elgar, Reeza Hendricks, Faf du Plessis, Stiaan van Zyl, JP Duminy, Quinton de Kock, Vernon Philander, Dale Steyn, Morne Morkel , Aaron Phangiso, Simon Harmer, Temba Bavuma, Kagiso Rabada, Dane Vilas

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: AB de Villiers, Hashim Amla, Quinton de Kock, Faf du Plessis, Rilee Rossouw, JP Duminy, David Miller, Farhaan Behardien, Chris Morris, Morne Morkel, Imran Tahir, Kagiso Rabada, Kyle Abbott, Aaron Phangiso, Wayne Parnell, Ryan McLaren

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার টি২০ দল: Faf du Plessis, Quinton de Kock, Rilee Rossouw, AB de Villiers, JP Duminy, David Miller, David Wiese, Chris Morris, Kyle Abbott, Kagiso Rabada, Aaron Phangiso, Eddie Leie, Wayne Parnell, Beuran Hendricks

.