EXPLAINED | Virat Kohli | IND vs NZ: ৮ বছর পর কোন যুক্তিতে তিনে বিরাট? ৪৬ -এর লজ্জায় রাজার মুকুটে বিঁধল ৩৮ কাঁটা!
Why Virat Kohli batted at No. 3: ৮ বছর পর কোন যুক্তিতে তিনে ব্য়াট করতে পাঠানো হল বিরাট কোহলিকে! জেনে নিন আসল কারণ...
1/5
ভারত-নিউ জিল্যান্ড
চিন্নাস্বামীতে চিৎপটাং টিম ইন্ডিয়া! বেঙ্গালুরুতে গত বুধবার ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন ভারতকেই ধুয়ে দিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে! হ্য়াঁ, ঠিকই পড়লেন। ঘরের মাঠে এটাই ভারতের টেস্ট ক্রিকেট সর্বনিম্ন রান! তবে বেঙ্গালুরুর বিপর্যয়ই প্রথম নয়, হোম-অ্যাওয়ে মিলিয়ে ভারতের আগেও বহুবার মুখ পুড়েছে ভারতের।
2/5
৮ বছর পর তিনে ফিরলেন বিরাট কোহলি
photos
TRENDING NOW
3/5
৮ বছর পর কোন যুক্তিতে তিনে বিরাট?
আগেই জানা গিয়েছিল যে, শুভমন গিল প্রথম টেস্টে নাও খেলতে পারেন! ২৫ বছরের তারকা টিম ম্য়ানেজমেন্টকে খেলার আগের দিন জানিয়েছিলেন যে, তাঁর কাঁধে-ঘাড়ে যন্ত্রণা শুরু হয়েছে! গিলের জায়গায় দলে ঢোকেন সরফরাজ খান। গিলের পরিবর্তে কেএল রাহুলকেও টিম ম্য়ানেজমেন্ট তিনে নামাতে পারত। কিন্তু রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে যেহেতু বিরাটের চিন্নাস্বামী ঘরের মাঠ সেহেতু বিরাটেই আস্থা রেখেছিল গৌতম গম্ভীরের টিম ম্য়ানেজমেন্ট। তাছাড়াও রোহিত আউট হওয়ার পর দলের হাল ধরারও বিষয় ছিল। তিনে খেলার বিশেষজ্ঞও কেউ ছিল না। সম্প্রতি গিলই ওই জায়গায় খেলেন।
4/5
বিরাট কোহলি'র তিনে রেকর্ড
5/5
ডাকে লজ্জার রেকর্ড কোহলির
photos