Mysterious Deaths: অজানা কেমিক্যালেই মৃত্যু ১৬ জনের! অসুস্থ বহু, গ্রামজুড়ে আতঙ্কের ছায়া...

Mysterious Deaths: গ্রামে অজানা অসুখ ঘিরে আতঙ্ক ছড়াতেই স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

Jan 19, 2025, 17:38 PM IST
1/6

গ্রামজুড়ে আতঙ্ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রামজুড়ে আতঙ্কের আবহাওয়া। একের পর এক মৃত্যু। অজানা কেমিক্যাল গ্রাস করছে গ্রামবাসীদের প্রাণ।  

2/6

জম্মু ও কাশ্মীর

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধাল গ্রামে।

3/6

মৃত্যু

এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন বহু। 

4/6

রাজৌরির বুধলা

সূত্র অনুযায়ী, গত ৪০ দিনে রাজৌরির বুধলা গ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

5/6

কেমিক্যাল

চিকিৎসকরা জানিয়েছেন, এই কেমিক্যালের ফলে মস্তিস্কের উপর প্রভাব পড়ছে। মূলত ব্রেন ড্যামেজ হচ্ছে। 

6/6

স্যাম্পেল কালেক্ট

বর্তমানে স্বাস্থ্যআধিকারিকরা গোটা গ্রাম থেকে স্যাম্পেল কালেক্ট করছেন। সেগুলি যথারীতি পুনের একটি ল্যাবে টেস্ট করা হচ্ছে।