Child Actor : সেদিনের শিশুশিল্পী আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রী...
Child Actor: শিশুশিল্পী হিসেবে নিজেদের যাত্রা শুরু করেন। প্রথমে তাঁরা ছোটো চরিত্র দিয়ে শুরু করলেও তাঁরা আজ এক এক উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন। এমনকি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আপনি কি জানেন কারা সেই তারকাদের নাম? রইল তারকাদের নামের লিস্ট।
1/5
এনটিআর জুনিয়র
ইনি জেনজি-র কাছে ‘ম্যান অব মাসেস’ নামে পরিচিত, ইনিই একসময় চাইল্ড অ্যাক্টর হিসেবে সিনেমার দুনিয়ায় প্রবেশ করেন। ১৯৯১-র ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ ছবিতে প্রথম অভিনয় করেন। তবে তার অভিনয়-প্রতিভার প্রমাণ মেলে যখন তিনি ১৯৯৭তে ‘রামায়ণম’ ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেন। এই পৌরাণিক সিনেমাটি সারা দেশে বেশ প্রশংসা পেয়েছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রের সেরা শিশু সম্মান অর্জন করে। এনটিআর জুনিয়রের রামের চরিত্রের সেই অভিনয় আজও তার ভক্তদের মনে জায়গা করে রয়েছে।
2/5
আমির খান
মিস্টার পারফেক্টশনিস্ট অভিনয় জগতে পা রাখেন এক খুদে অভিনেতা হিসেবে। ১৯৭৩ এ নাসির হোসেনের পরিচালনায় ইয়াদো কি বারাত সিনেমায় অভিনয় করতে দেখা যায় ছোট্ট আমিরকে। পরে তিনি ‘মাধোশ’ (১৯৭৪)-এও অভিনয় করেন। । ছোট চরিত্রে হলেও, সেই সিনেমা থেকেই তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন যা তাকে বলিউডের অন্যতম বড় তারকা হওয়ার পথে এগিয়ে দিয়েছে। ছোটবেলার সেই অভিজ্ঞতাগুলোই হয়তো তার পরবর্তী সময়ে পর্দায় নিখুঁত অভিনয় করতে আগ্রহী করে তোলে ।
photos
TRENDING NOW
3/5
আলিয়া ভাট
4/5
হৃতিক রোশন
হৃতিক প্রথমবার পর্দায় আসেন ১৯৮০-এ ‘আশা’সিনেমায় এবং ‘ভগবান দাদা’ (১৯৮৬) ছবিতেও অভিনয় করেন শিশু চরিত্রে। শুটিং সেটে সিনেমার প্রতি তাঁর ভালোবাসা ক্রমশ বৃদ্ধি পায়। ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি তাঁর অভিনয় দক্ষতা এবং অসাধারণ নাচের প্রতিভা দিয়ে সকলের মন জয় করেন। ছোটোবেলা থেকে এক উজ্জ্বল তারকা হয়ে ওঠার প্রতিশ্রুতিই আজ তাঁকে দর্শকের মনে বিরাট জায়গা করে দিয়েছে।
5/5
থালাপথি বিজয়
থালাপথি বিজয়ের সিনেমার জগতে পা দেন ১৯৮০তে, তাঁর বাবা এস.এ. চন্দ্রশেখর পরিচালিত ‘ভেত্রি’ ছবির মাধ্যমে। তাঁর ছোটবেলার কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘কুদুম্বাম’ (১৯৮৪), ‘বাসন্তা রাগাম’ (১৯৮৬), ‘সত্তাম ওরু বিলায়াট্টু’ (১৯৮৭) এবং ‘ইথু এঙ্গাল নীতি’ (১৯৮৮)। ধীরে ধীরে তিনি প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন এবং তামিল সিনেমায় একটি বিশাল ফ্যানবেস তৈরি হয়, যারা আজও তাঁকে ভালোবাসেন।
photos