EXPLAINED | Border-Gavaskar Trophy | Sachin Tendulkar: ভয়ংকর ভরাডুবির পরই আতঙ্কের অস্ট্রেলিয়া, ডনের দেশে এবার স্বয়ং 'ঈশ্বর' আসছেন বাঁচাতে?
Sachin Tendulkar as batting consultant for Australia Tests: অস্ট্রেলিয়ায় ভারতের ব্য়াটিং পরামর্শদাতা সচিন তেন্ডুলকর!
1/5
বর্ডার-গাভাসকর ট্রফি
2/5
ভারত-নিউ জিল্যান্ড
ভারতীয় ক্রিকেটে এখনও চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে।
photos
TRENDING NOW
3/5
রোহিতদের ব্যাটিং কোচ কে?
4/5
সচিন এবার ভারতের ব্যাটিং পরামর্শক!
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ভারতীয় দল ব্যাটিং পরামর্শক হিসেবে কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরকে নিয়োগ করুক। বিসিসিআইকে অনুরোধ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডব্লিউভি রমন। রমন তাঁর এক্স হ্য়ান্ডেলে এই দাবি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তাঁর মতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনেক সময়ে পাবে ভারত!
5/5
অস্ট্রেলিয়ায় সচিনের রেকর্ড
অস্ট্রেলিয়াকে দেখলেই জ্বলে উঠতেন সচিন। আর 'ক্রিকেট ঈশ্বর' কাদের না পিটিয়েছেন! গ্লেন ম্য়াকগ্রা থেকে শেন ওয়ার্ন, ব্রেট লি থেকে জেসন গিলেসপিদের। অজিদের বিরুদ্ধে ২০ টেস্টে সচিনের রান ১৮০৯। তাঁর গড় ৫৩.২০। রয়েছে ৬টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম সফর ছিল ১৯৯১ সালে। শেষ সফর ছিল ২০১৩ সালে। সচিন যদি ব্যাটিং পরামর্শক হন, তাহলে তো আর কিছু বলারই রাখে না।
photos