Rituparna Sengupta: মুখ্যমন্ত্রীর ডাকে রাজনীতিতে ঋতুপর্ণা? উত্তরে অভিনেত্রীর সাফ জবাব...

Chinsurah Utsav: শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। প্রথমদিনেই চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্‍সবে এসে রাজনীতিতে পা রাখার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। 

Jan 23, 2025, 21:31 PM IST
1/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

বিধান সরকার: বৃহস্পতিবার থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব। উদ্বোধনের দিনই হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।   

2/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে হচ্ছে এই মেলা। উৎসব চলবে আগামী ১২ দিন।  

3/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

শিল্পী হিসাবেই থাকতে চান,রাজনীতির কিছু বোঝেন না,চুঁচুড়ায় বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।  

4/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

নায়িকা বলেন,'আমি রাজনীতি থেকে দূরে,কারন আমি রাজনীতির কিছু বুঝি না। আমি একজন শিল্পী সেই শিল্পী হিসাবেই থাকতে চাই'।  

5/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

মুখ্যমন্ত্রী যদি রাজনীতিতে আসতে বলেন,তাহলে কী করবেন? এই প্রশ্নে ঋতুপর্ণা বলেন 'তখন আমি মুখ্যমন্ত্রীকেও বলব'।  

6/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।  

7/7

চুঁচুড়া উত্‍সবে ঋতুপর্ণা

উত্‍সবে এসে দর্শকদের প্রাক্তন সিনেমার গান গেয়ে শোনান নায়িকা।