Oscars 2025: এবার অস্কার দৌড়ে প্রিয়াঙ্কা! আশা জিইয়ে রাখল গুনীত মোঙ্গা প্রযোজিত 'অনুজা'...

Oscars 2025 | Priyanka Chopra:  বৃহস্পতিবার ২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হল। কিন্তু ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের জন্যই সেটা পিছিয়ে যায়। 

Jan 24, 2025, 00:05 AM IST
1/5

অস্কারের প্রতিনিধি

চলতিবার ভারতের তরফে অস্কারের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছিল কিরণ রাও-এর লাপতা লেডিজকে। 

2/5

অস্কার

গত মাসেই সেই ছবি অস্কারের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে। তারপর ভারতবাসীর সব আশা-ভরসা ছিল অনুজাকে ঘিরে। হতাশ করল না অনুজা।

3/5

গুনিত মোঙ্গা

গুনিত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া সমর্থিত এই ছবি সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে। 

4/5

অ্যাডাম জে গ্রেভস

মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এই স্বল্প দৈর্ঘের ছবি সংশ্লিষ্ট বিভাগে ‘আ লিয়েন’, ‘আই অ্যাম নট রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’-এর মতো চারটি সিনেমার সঙ্গে লড়বে।

5/5

বিধ্বংসী দাবানল

বৃহস্পতিবার ২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হল। কিন্তু ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের জন্যই সেটা পিছিয়ে যায়।  ‘অনুজা’ টিমের সঙ্গে যুক্ত হতে পেরে প্রিয়াঙ্কা আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।