Blue Road: রাজ্যে প্রথম, দেশে দ্বিতীয়! পরিবেশবান্ধব 'নীল' রাস্তা মেমারিতে...

Feb 21, 2024, 18:24 PM IST
1/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

অরূপ লাহা: রাজ্যে এই প্রথম। দেশের দ্বিতীয় ‘নীল’ রাস্তা। নীল রংয়ের পিচের রাস্তা নির্মিত হল পূর্ব বর্ধমানের মেমারিতে। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।  

2/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

বিটুমিনাসের সঙ্গে মিশেছে বর্জ্য-প্লাস্টিক। তার সঙ্গে থার্মো-প্লাস্টিকের নীল রং, রাসায়নিক। এভাবেই রাজ্য তথা দেশে তৈরি হল দ্বিতীয় নীল রাস্তা।   

3/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

২৪০ কেজি প্লাস্টিক ব্যবহার এই রাস্তায়। বিটুমিনাসের সঙ্গে মেশানো হয় ৬ শতাংশ প্লাস্টিক-বর্জ্য।   

4/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

রাস্তায় তাপ বিকিরণ কম হবে। থাকবে না মরীচিকা। ৩৫০ মিটার নীল রাস্তা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৯ লক্ষ ৯৫ হাজার টাকা।   

5/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

রায়নার উচলনের পর, মেমারিতে এই নীল রাস্তা তৈরি হয়েছে। এবার রাজ্যের সর্বত্র বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহ করে নীল রাস্তা তৈরির উদ্যোগ রাজ্য সরকারের।   

6/6

নীল পিচের রাস্তা!

Blue Road Memari

বিশেষজ্ঞদের মতে, এই রাস্তা অন্যান্য পিচ রাস্তার তুলনায় বিশেষ সুবিধা যুক্ত  হবে।