India vs England | 1st T20I: ইডেনে ইংরেজ বধ ইন্ডিয়ার, কলার তুলেই বছর শুরু বিশ্বচ্যাম্পিয়নদের...

India vs England, 1st T20I Highlights: প্রথম টি টোয়েন্টিতেই থরহরিকম্প ইংরেজদের, ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল....

Jan 22, 2025, 22:27 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলছে  ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্‍ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হল জস বাটলারদের| শুরুতেই ৭ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল সূর্যবাহিনী।  

2/6

ইংল্যান্ডের ইনিংস

 England Innings

টস হেরে ব্যাট করতে নেমেই তাল কাটে ইংল্যান্ডের, চরম ব্যাটিং ভরাডুবিতে ২০ ওভারে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় তারা।

3/6

ইডেন মাতালেন বাটলার

Jos Buttler Steals The Show

অধিনায়ক বাটলার এদিন দাঁড়াতে না পারলে ইংরেজদের চোখের জল থামানো যেত না| ৪৪ বলে বিধ্বংসী ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি| দেড়শোর উপর স্ট্রাইক রেটে ৮ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস| বাটলার ছাড়া আর একজনের রানের কথা উল্লেখ করার মতো নয়।

4/6

বোলাররাই জয়ের মঞ্চ গড়লেন

Indian Bowlers Was On Fire

ইডেনে স্পিন-পেসের যুগলবন্দিতেই বাটলারদের বোতলবন্দি করে ফেলল ভারত। স্পিনার বরুণ চক্রবর্তী তুলে নেন তিন উইকেট, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল নিলেন দুই উইকেট করে।    

5/6

ভারতের ইনিংস

India Innings

ভারতের এই রান তুলতে বিন্দুমাত্র বেগ পেতে হল না| ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সঞ্জু ২০ বলে ২৬ রান করে ফেরেন জোফ্রা আর্চারের বলে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ তুলে।

6/6

ভারতের ইনিংস

India Innings

 এরপর বাকিটা বুঝে নেন অভিষেক শর্মা| ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে একাই ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান| ৫ চার ও ৮ ছক্কায় ঝোড়ো ইনিংস সাজালেন ২৩২.৩৫-এর স্ট্রাইক রেটে| তিনে নেমে অধিনায়ক সূর্য গোল্লা পান যদিও! শেষে তিলক ভার্মা (১৯) ও হার্দিক পান্ডিয়া (৩) মিলে হেসেখেলে ম্যাচ বার করে আনেন| ৪৩ বল হাতে রেখে ভারত জিতে যায় ৭ উইকেটে।