Varun Kulkarni: হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই, বিল মেটাতে অক্ষম শাহরুখের সহ-অভিনেতা বরুণ! সাহায্য চেয়ে পোস্ট নেটপাড়ায়...

Dunki Actor: অবস্থা সঙ্কটজনক। কিডনির সমস্যায় ভুগছেন বরুণ। ভর্তি রয়েছেন হাসপাতালে। ক্রমশই বাড়ছে হাসপাতালে বিল। বরুণের হয়ে সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চাইলেন বন্ধু রোশন। 

Jan 22, 2025, 20:44 PM IST
1/10

অসুস্থ বরুণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ডাঙ্কিতে অভিনয় করেছিলেন বরুণ কুলকার্নি। সেই অভিনেতাই এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। 

2/10

অসুস্থ বরুণ

অবস্থা সঙ্কটজনক। কিডনির সমস্যায় ভুগছেন বরুণ। ভর্তি রয়েছেন হাসপাতালে।

3/10

অসুস্থ বরুণ

খুব চেনা পরিচিত মুখ নন বরুণ। তবে কাজ করেছে একাধিক ছবি থেকে শুরু করে ছোটপর্দায়।

4/10

অসুস্থ বরুণ

অভিনেতার বন্ধু রোশন শেট্টি জানান যে তিনি কিডনির সমস্যায় আক্রান্ত। হাসপাতালে ডায়ালিসিস চলছে তাঁর এবং সেই কারণে হাসপাতালের বিল চূড়ান্ত আকার নিচ্ছে।

5/10

অসুস্থ বরুণ

বরুণের বন্ধুরা তাঁদের সমাজ মাধ্যমে জানিয়েছেন, যে হারে ট্রিটমেন্টের জন্য খরচ হচ্ছে, অর্থের অভাব দেখা দিয়েছে। হাসপাতালের বিল দেওয়া সম্ভব হচ্ছে না। 

6/10

অসুস্থ বরুণ

ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন বরুণ, ঠিক করে শ্বাস পর্যন্ত নিতে পারছেন না। 

7/10

অসুস্থ বরুণ

রোশন লেখেন, "আমার প্রিয় বন্ধু এবং থিয়েটারের সহশিল্পী, বরুণ কুলকার্নি, বর্তমানে গুরুতর কিডনি সমস্যার সাথে লড়াই করছেন। তহবিল সংগ্রহের জন্য আমাদের পূর্ববর্তী প্রচেষ্টা সত্ত্বেও, তার চিকিৎসার ব্যয় বাড়তে থাকে'। 

8/10

অসুস্থ বরুণ

রোশন জানান, নিয়মিত চিকিৎসা সেবা এবং জরুরি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তাঁকে সপ্তাহে ২-৩ বার ডায়ালিসিস করতে হয়। মাত্র দু'দিন আগে জরুরি ডায়ালিসিসের জন্য বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

9/10

অসুস্থ বরুণ

রোশন লেখেন, বরুণের বাবা-মা নেই। 'একজন শিল্পীর জীবনে প্রায়শই আর্থিক চ্যালেঞ্জ আসে এবং এই কঠিন মুহুর্তে, তার আগের চেয়ে আমাদের সমর্থন বেশি প্রয়োজন', লেখেন রোশন। 

10/10

অসুস্থ বরুণ

বন্ধুর হয়ে সকলের কাছেই বরুণ আবেদন জানিয়েছিলেন সাহায্য করার। এবং তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এমনকী এখনও বাকিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন।