WPL 2024 Beautiful Cricketers: রূপের ছটায় নায়িকাদেরও মানাবেন হার! ডব্লিউপিএল মাতাবেন যে ক্রিকেটাররা

Five Beautiful Cricketers To Watch Out For WPL 2024: হাতে আর ঠিক দু'দিন। তারপরেই শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়র লিগ। আগামী ২৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্য়াপিটালসের। ডব্লিউপিএল শুরুর আগে দেখে নিন যে, ক্রিকেটাররা রূপের ছটায় নায়িকাদেরও মানাবেন হার!  

| Feb 21, 2024, 18:14 PM IST
1/7

WPL 2024 Starting Date

দুয়ারে উইমেনস প্রিমিয়র লিগ

হাতে আর দু'দিন। তারপরেই শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়র লিগ। গতবছর ছিল প্রথম সংস্করণ। চলতি বছর টুর্নামেন্ট দুয়ে পা দিল।

2/7

এলিস পেরি

Alice Parry

এলিস পেরিকে বাইশ গজের সবচেয়ে সুন্দরী এবং হট ক্রিকেটার হিসেবেই দেখা হয়। ইনস্টাগ্রামে ১.৩ মিলিয়ন ফলোয়ার্স অজি অলরাউন্ডারের। গত মরসুমে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে আগুনে ফর্মে ছিলেন। আট ম্য়াচে ২৫৩ রান করার সঙ্গেই তুলে নিয়েছিলেন চার উইকেট।    

3/7

স্মৃতি মন্ধানা

Smriti Mandhana

ফ্যানদের মতে স্মৃতি শুধু ভারতেরই সবচেয়ে সুন্দরী ক্রিকেটার নন, বিশ্বেরও অন্যতম সেরা সুন্দরী। জাতীয় ক্রাশের তকমাও পেয়েছেন তিনি। স্মৃতির সৌন্দর্যে বুঁদ ভারতীয় ফ্য়ানরা। আরসিবি-র ক্য়াপ্টেন গত মরসুমে একেবারেই ব্য়াট হাতে ছাপ রাখতে পারেননি। ৮ ম্য়াচে করেছিলেন ১৪৯ রান।  

4/7

হরলিন দেওল

Harleen Deol

হরলিন তাঁর রূপের ছটায় মডেলদেরও বলে বলে দিতে পারেন গোল। গুজরাত জায়েন্টসের ক্রিকেটার গত মরসুমে ডব্লিউপিএলে ২০২ রান করে তুলে নিয়েছিলেন আট উইকেট।  

5/7

অ্যামেলিয়া কার

 Amelia Kerr

নিউ জিল্য়ান্ডের ক্রিকেটারের লাইমলাইটে আসেন তাঁর সৌন্দর্যের জন্য়ও। সোশ্য়াল মিডিয়ায় তাঁর ছবি ভাইরালও হয়। গত মরসুমে চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের স্টার ছিলেন তিনি। ১০ ম্য়াচে ১৪৯ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১৫ উইকেট।  

6/7

এলিস ক্য়াপসে

Elise Capsey

ব্রিটিশ ক্রিকেটার এলিস ক্য়াপসে নায়িকাদেরও হার মানাতে পারেন। নিলামে দিল্লি ক্য়াপিটালস ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে। এখন দেখার এলিস ডব্লিউপিএলে কী করেন!

7/7

তিতাস সাধু

Titas Sadhu

ডব্লিউপিএলে রয়েছেন কিন্তু বাংলার সুন্দরী তিতাস সাধুও। বছর উনিশের হুগলীর পেসারের চোখ দু'টো কথা বলে। অনেকেই তিতাসকে ভবিষ্য়তের ঝুলন গোস্বামী হিসেবেই দেখেন। ডব্লিউপিএলে তিনি খেলবেন দিল্লির হয়ে।