Bengal Weather Update: তাপপ্রবাহ আর কতদিন? দিগন্ত আকুল করা নববর্ষায় কবে ভিজবে বঙ্গ? জেনে নিন, বর্ষার সবচেয়ে বিশ্বস্ত সংবাদ...
Bengal Monsoon Update: পরিস্থিতি এবার অনুকূল। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। তেমনই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। দেশের মৌসম ভবন জানিয়েছে আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে।
অয়ন ঘোষাল: পরিস্থিতি এবার অনুকূল। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। দেশের মৌসম ভবন জানিয়েছে আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। শনিবারের বিকেলের আবহাওয়ার আপডেটে এমনই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস।