দেবলীনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন গৌরব, বউভাতের সকালে নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Dec 11, 2020, 13:39 PM IST
1/5

অবশেষে সমস্ত জল্পনার অবসান করে ৯ ডিসেম্বর সাতপাঁকে বাঁধা পড়েন টলিউডের অন্যতম জুটি দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। করোনা আবহের মাঝেও ধুমধাম করে বসে টলিউডর ওই জুটির বিয়ের আসর। ২৫ ডিসেম্বর বিয়ের কথা ছিল দেবলীনা এবং গৌরবের কিন্তু করোনার জেরে সমস্ত পরিকল্পনায় ভাটা পড়ে যায়। করোনা আবহের জেরে শেষ পর্ন্ত পূর্ব পরিকল্পনা বাতিল করা হয়। ২৫ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই সম্পন্ন হয় সেলেব জুটির বিয়ে। বিয়ের একদিন পর এবার নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। বউভাতের দিন সকালে নতুন ছবি শেয়ার করে সবাইকে চমকে দিলেন 'রঙ্গবতী'। দেবলীনা এবং গৌরবের নতুন ছবি দেখে তাঁদের অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

2/5

দেবলীনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে ছবি শেয়ার করেন, সেখানে চোখে পড়ে সিঁদুরদানের ছবি। গৌরব যখন দেবলীনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, তখন এক্কেবারে অন্যরূপে দেখা মেলে অভিনেত্রীর 

3/5

বিয়ের পর আপতত বউভাতের প্রস্তুতি শুরু করেছেন গৌরব চট্টোপাধ্যায়। জানা যায়, বিয়ের পর বউভাতের দিনও নাকি বেনারসীতেই সাজবেন দেবলীনা কুমার 

4/5

বিয়ের পর কোন লুকে হাজির হন দেবলীনা কুমার, আপাতত তা নিয়ে সরগরম পেজ থ্রির পাতা 

5/5

গৌরব-দেবলীনার বউভাতের আসরে কারা কারা হাজির হবেন, তা নিয়েও জোর জল্পনা চলছে