PIC | Priya Saroj: ক্রিকেটার রিঙ্কু সিংহের সঙ্গে এনগেজমেন্ট সাংসদ পাত্রীর! কে এই প্রিয়া সরোজ...

Priya Saroj | Rinku Singh: ২০২৪ সালের প্রিয়ার নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর নিজস্ব কোনও বাড়ি নেই। নিজের নামে কোনও গাড়িও নেই। মাত্র ৫ গ্রাম সোনার গয়না রয়েছে প্রিয়ার কাছে।

Jan 18, 2025, 20:20 PM IST
1/6

বাঘা রাজনৈতিক

একজন ক্রিকেটার, অন্য জন উত্তরপ্রদেশের বাঘা রাজনৈতিক পরিবারের সদস্য। 

2/6

সমাজবাদী পার্টি

এবার তাঁদের বিয়ের সম্বন্ধ নিয়েই শোরগোল পড়েছে। কথা হচ্ছে সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে রিঙ্কু সিংহের। 

3/6

জল্পনা

দ্রুত এক হতে পারে তাঁদের চার হাত। জল্পনা তৈরি হয়েছে তাঁদের বিয়েরও।  

4/6

পরিস্কার জানিয়ে দিয়েছেন

কিন্তু রিঙ্কু এবং প্রিয়া প্রেম করছেন না। পরিস্কার জানিয়ে দিয়েছেন প্রিয়ার বাবা। কেবল রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তাঁরা।  

5/6

৩৫ হাজার ৮৫০ ভোটে হারান

প্রিয়া ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির প্রার্থীকে ৩৫ হাজার ৮৫০ ভোটে হারান।   

6/6

কনিষ্ঠতম সাংসদ

দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন প্রিয়া। সেই সময় তাঁর বয়স ছিল ২৫। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীরই বাসিন্দা। যদিও তাঁর পড়াশোনা দিল্লিতে।