Chai and Samosas in US Hotels: আমেরিকার হোটেলপত্র এখন অন্য সব ছেড়ে দিয়ে শুধু চা-শিঙাড়া বানাচ্ছে! কারণ শুনলে অবাক হবেন...

US Hotels Attracting Indian Tourists With Chai Samosas: সে কী? মার্কিন মুলুকের হোটেলগুলো এখন সব ছেড়ে শুধু চা-শিঙ্গাড়া বানাচ্ছে! ভাবা যায়! কেন, জানেন?

| Jan 18, 2025, 18:54 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উলটপুরাণ? যেন নিজের কানকেও বিশ্বাস করা যায় না! মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেল এখন সব ছেড়ে শুধু চা-শিঙ্গাড়া বানাচ্ছে! ভাবা যায়! কেন এরকম ঘটছে?

1/6

ভারতীয় পর্যটক

আসলে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, আটলান্টিকের পারে চোখে পড়ার মতো করে বেড়েছে ভারতীয় পর্যটকের সংখ্যা।

2/6

২০২৪-য়ে পর্যটন-বিস্ফোরণ

একটা পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে মার্কিন মুলুকে প্রায় ২০ লক্ষ ভারতীয়র যাওয়ার কথা। সংখ্যাটা তার আগের তথ্যের সাপেক্ষে চোখ কপালে তোলার মতো! ২০১৯ সালে যত ভারতীয় আমেরিকায় গিয়েছিলেন সংখ্যাটা তার চেয়ে অন্তত ৪৮ শতাংশ বেশি!

3/6

সাগরপারে চা-শিঙাড়া

জানা গিয়েছে, এই বর্ধিত সংখ্যার নিরিখে মার্কিন মুলুকের হোটেলিয়ার্সেরা ভারতীয় পর্যটকদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে তাদের মেনুতে এই বিপ্লব নিয়ে এসেছে! যোগ করেছে চা শিঙাড়া! 

4/6

মিডলক্লাস পপুলেশন

কেন মার্কিন মুলুকে এত ভারতীয় বেড়াতে যান? অর্থনীতিক ও সমাজবিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতের জনগোষ্ঠীতে সাম্প্রতিক সময়ে মিডলক্লাস পপুলেশনটা চোখে পড়ার মতো বেড়েছে। আর তারা দৌড়চ্ছে আমেরিকায়। 

5/6

পূর্ব এশিয়ায় কমছে

তবে আর একটি পর্যবেক্ষণ হল-- আমেরিকায় যেমন ভারতীয় পর্যটকসংখ্যা হু হু করে বাড়ছে, তেমনই পূর্ব এশিয়ায় তা চোখে পড়ার মতো কমেছে! 

6/6

পথিকৃৎ আমেরিকা

আমেরিকায় এই ভাবে ভারতীয় পর্যটকদের জন্য ঢেলে চা-শিঙাড়া বানানোর ধুম পড়ে যাওয়াটা একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে। তা হল, পর্যটনের ক্ষেত্রে পর্যটকদের জন্য আতিথেয়তার বিষয়টার সংজ্ঞাই সম্পূর্ণ বদলে যাচ্ছে। আর সেই বদলটারই সূচনা করল জো বাইডেনের দেশ।