কেটে গেল ৩ বছর, বিবাহবার্ষিকীতে দেখে নিন 'বিরুষ্কার' বিয়ের ছবি

Dec 11, 2020, 12:59 PM IST
1/13

বিয়ের পর কেটে গেল ৩ বছর। বিয়ের ৩ বছরের বিবাহবার্ষিকীতে এবার নতুন ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন অনুষ্কা। যেখানে বিরাটকে ৩ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। পাশাপাশি খুব শিগগিরই তাঁরা ৩ জন হয়ে যাবেন বলে মন্তব্য করেন অভিনেত্রী

2/13

শিগগিরই তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আপাতত সেই প্রস্তুতি শুরু করেছেন বিরুষ্কা।

3/13

জানা যায়, ২০২১ সালের জানুয়ারি মাসেই বাবা-মা হবেন বিরাট-অনুষ্কা। সন্তানের জন্মের সময় যাতে সব সময় স্ত্রীর পাশে থাকতে পারেন, সেই কারণে পিতৃত্বকালীন ছুটিও নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে

4/13

নতুন অতিথি জীবনে হাজির হওয়ার আগে এবার তাই এক্কেবারে নিজেদের মতো করে ৩ বছরের বিবাহবার্ষিকী পালন করছেন বিরাট-অনুষ্কা 

5/13

২০১৭ সালে অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট কোহলি। ক্যামেরার ফ্ল্যাশের বাইরে বেরিয়ে প্রায় গোপনেই ইতালির টাস্কানিতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট-অনুষ্কা 

6/13

ইতালি থেকে বিয়ে করে ফেরার পর দিল্লি এবং মুম্বইতে বসে বিরাট-অনুষ্কার পরপর ২টি রিসেপশনের আসর। যেখানে সমাজের প্রায় সবস্তরের সেলেবরা হাজির হন 

7/13

বিয়েতে গোলাপী রঙের লেহঙ্গায় সাজলেও, দিল্লির রিসেপশনে লাল রঙের বেনারসী পরে সিঁথিতে সিঁদুর আঁকতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের বেনারসীতেই প্রথম রিসেপশনে সাজেন অনুষ্কা শর্মা 

8/13

বিয়ের পর পরই গোপনে হানিমুনও সেরে ফেলেন বিরুষ্কা। সাতপাকে বাঁধা পড়ার পর একপ্রস্থ হানিমুন সেরে তবেই দেশে ফেরেন এই পাওয়ার কাপল 

9/13

সম্প্রতি বিরাট যখন দুবাইতে আইপিএল নিয়ে ব্যস্ত, সেই সময় গ্যালারিতে দেখা যায় অনুষ্কা শর্মাকেও। এমনকী, অনুষ্কা খেয়েছেন কি না, মাঠ থেকেই তা জিজ্ঞাসা করেন বিরাট। যে ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় 

10/13

আইপিএল শেষ হয়ে যাওয়ার পর দেশে ফিরে আসেন বিরুষ্কা 

11/13

সম্প্রতি এক সাক্ষাতকারে অনুষ্কা শর্মা বলেন, সন্তানের জন্মের পর, একপ্রস্থ ঘর গুছিয়ে নিয়ে ফের তিনি অভিনয়ে ফিরবেন। অভিনয় করলে, তাঁর মন ভাল থাকে। তাই তিনি অভিনয় থেকে সরতে চান না বলে স্পষ্ট জানান বলিউডের এই অভিনেত্রী 

12/13

বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনও সমানভাবে সামলাতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। 

13/13

বিয়ের পর প্রযোজনাও শুরু করেছেন অনুষ্কা শর্মা। সে পরী হোক কিংবা হালফিলের পাতাললোক। প্রযোজনায় ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন বিরাট-ঘরণী