Varun Dhawan | Janhvi Kapoor: অন্তরঙ্গ ফটোশ্যুটে জাহ্নবীর কানে কামড়! ভাইরাল ছবি ঘিরে তুমুল ট্রোলড বরুণ...

Viral Photo: আগামী ২১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি বাওয়াল। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে জাহ্নবীর কানে কামড়ে দিচ্ছেন বরুণ। সেই ছবি দেখেই অভিনেতাকে কার্যত ধুইয়ে দিল নেটপাড়া।

| Jul 19, 2023, 20:08 PM IST
1/7

ভাইরাল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির অপেক্ষায় বরুণ ধাওয়ান(Varun Dhawan) ও জাহ্নবী কাপুর(Janhvi Kapoor) অভিনীত ‘বাওয়াল’(Bawaal)। মুক্তির আগেই বিতর্কের মুখে অভিনেতা।  

2/7

ভাইরাল ছবি

বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের রসায়ন ইতোমধ্যেই নজর কেড়েছে। এর মাঝেই ভাইরাল(Viral Pic) তাঁদের একটি ছবি।  

3/7

ভাইরাল ছবি

সম্প্রতি ছবির প্রচারে একটি ঘনিষ্ঠ ফটোশ্যুট করেন জাহ্নবী ও বরুণ। জাহ্নবী পরেছিলেন অফ শোল্ডার শর্ট ড্রেস ও বরুণ পরেছিলেন কালো জ্যাকেট।  

4/7

ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে তাঁদের অন্তরঙ্গ ছবি। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় জাহ্নবীর কানে কামড় দিচ্ছেন অভিনেতা। তাতে অস্বস্তিতে দেখা যায় জাহ্নবীকে।  

5/7

ভাইরাল ছবি

ছবিটি দেখে অনেকেই ভাবেন, ফটোশ্যুটের মাঝে এই কাণ্ডটি ঘটিয়েছেন বরুণ। তাঁর ব্যবহারে বিরক্ত নেটিজেনরা।  

6/7

ভাইরাল ছবি

সেই ছবি দেখে চটে লাল নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন ‘এটা তোমাদের বেডরুম নয়’, কেউ আবার লিখেছেন, ‘অশ্লীল ফটোশ্যুট’। অন্য কেউ লিখেছেন, ‘প্রচারে এসব আবার কী!’  

7/7

ভাইরাল ছবি

এরপরেই বরুণ জানান যে ঐ ছবিটি পরিকল্পনা করেই তোলা।