PHOTO: শিশুশিল্পী হিসেবে বলিউডে তুলেছিলেন ঝড়, এখন তাঁদের দেখলে চমকে যাবেন

5 Child Actors Whose Transformation Shocked Everyone: পাঁচ শিশুশিল্পী চমকে দিয়েছিলেন পর্দায়। যদিও আজ তাঁরা সকলেই অনেকটা বড় হয়ে গিয়েছেন। বয়সের বদলের সঙ্গে চেহারার পরিবর্তন দেখলে চমকে যাবেন আপনি!

Jul 19, 2023, 16:13 PM IST
1/6

শিশুশিল্পী হিসেবে বলিউডে তুলেছিলেন ঝড়, এখন তাঁদের দেখলে চমকে যাবেন

 5 Child Actors Whose Transformation Shocked Everyone

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাইনটিজ কিডরা এখন সকলেই বড় হয়ে গিয়েছেন। K3G, Makdee-র মতো অনেক ব্লকবাস্টার ছবিতে তাদের শিশু চরিত্রে অভিনয় ঝড় তুলে দিয়েছিল। এখন তাঁরা কুড়ি থেকে তিরিশের মধ্যে। Koi Mil Gaya-র হংসিকা মোতওয়ানি থেকে 'Kuch Kuch Hota Hai-র সানা সঈদদের বয়সের সঙ্গে চেহারাও আমূল বদলে গিয়েছে। তাঁদের ট্রান্সফর্মেশন মাথা ঘুরিয়ে দেবে! ভাবতে অসুবিধা হবে যে সেদিনের সেই ছোট্ট শিল্পীই আজ এত বড় হয়ে গিয়েছেন    

2/6

মালবিকা রাজ- 'কভি খুশি কভি গম'

Malvika Raaj- Kabhie Khushi Kabhi Gham

মালবিকা ছোট বয়সের পূজার চরিত্রে অভিনয় করেছিলেন। 'কেথ্রিজি'-র পু ওরফে পূজা বলতে সবাই জানেন করিনা কাপুরের কথাই বলা হচ্ছে। করণ জোহরের ব্লকবাস্টার ছবির হাত ধরেই মালবিকার পথ চলা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিয়ো আলাদা কথা বলে।  

3/6

হংসিকা মোতওয়ানি- 'কই মিল গয়া'

 Hansika Motwani- Koi Mil Gaya

হৃতিক রোশন ও প্রীতি জিন্টার সুপারহিট সিনেমা  'কই মিল গয়া'। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন হংসিকা। আজ কিন্তু হংসিকা চুটিয়ে অভিনয় করেন। লক্ষ লক্ষ মানুষ ফলো করেন তাঁকে।  

4/6

সানা সঈদ- 'কুছ কুছ হোতা হ্যায়'

 Sana Saeed- Kuch Kuch Hota Hai

'কুছ কুছ হোতা হ্যায়'-তে শাহরুখের কন্য়া অঞ্জলির ভূমিকায় অভিনয় করেছিলেন সানা। করণ জোহরের Student Of The Year-এ সানার পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল।  

5/6

অভিকা গোর- বালিকাবধূ

Avika Gor- Balika Vadhu

বালিকা বধূতে অবিকা গোর আনন্দীর চরিত্রে অভিনয় করে সকলের মন কেড়ে নিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে তাঁর এখন বেশ নামডাক। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রচুর ফ্যান ফলোয়ার্স।  

6/6

শ্বেতা বাসু প্রসাদ-'মকড়ি'

Shweta Basu Prasad- Makdee

'মকড়ি'-তে অসাধারণ অভিনয়ের জন্য় শিশুশিল্পী শ্বেতা জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। সোশ্যাল মিডিয়ায় শ্বেতার ছবি দেখার জন্য হাজার হাজার মানুষ তাঁকে ফলো করেন।