Devoleena Bhattacharjee: 'আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?', মা হলেন 'বিতর্কিত' অভিনেত্রী দেবলীনা...

Tv Actress: মা হলেন ‘গোপী বহু’(Gopi Bahu) খ্যাত টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য(Devoleena Bhattacharjee)। বুধবার, ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ২০২২ সালের ডিসেম্বর নিজের জিম ট্রেইনার শানাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। এবার জানালেন সুখবর।

Dec 19, 2024, 16:05 PM IST
1/10

মা হলেন দেবলীনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। 

2/10

মা হলেন দেবলীনা...

মা হলেন ‘গোপী বহু’(Gopi Bahu) খ্যাত টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। 

3/10

মা হলেন দেবলীনা...

বুধবার, ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

4/10

মা হলেন দেবলীনা...

২০২২ সালের ডিসেম্বর নিজের জিম ট্রেইনার শানাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। 

5/10

মা হলেন দেবলীনা...

ভিনধর্মে বিয়ে করে তুমুল ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। 

6/10

মা হলেন দেবলীনা...

তবে সেই ট্রোলারদের পাত্তা না দিয়ে অভিনেত্রী বলেন, 'আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?'

7/10

মা হলেন দেবলীনা...

দেবলীনা-শানাওয়াজ দম্পতির এটি প্রথম সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানান অভিনেত্রী। 

8/10

মা হলেন দেবলীনা...

দেবলীনা ভট্টাচার্য তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ১৮ ডিসেম্বর আমাদের কোলজুড়ে একটি পুত্রসন্তান এসেছে।”

9/10

মা হলেন দেবলীনা...

গত ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দিয়ে প্রেগন্যান্সির ঘোষণা করেন তিনি। 

10/10

মা হলেন দেবলীনা...

বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। এছাড়াও হিন্দি ছোটপর্দায় তিনি জনপ্রিয়তা পান গোপী বহুর চরিত্রে।