Fish-Meat Banned: ২৩ জানুয়ারি থেকে ১ মাস নিষিদ্ধ মাছ-মাংস! মাথায় হাত বিমর্ষ বাঙালিদের...

Fish Meat Ban: কেন কী কারণে কোথায় নেওয়া হল এমন সিদ্ধান্ত? 

Jan 20, 2025, 18:19 PM IST
1/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথাতেই আছে বাঙালি মাছ ছাড়া বাঁচে না। আর সেই মাছ নাকি নিষিদ্ধ! পাক্কা এক মাস ধরে নিষিদ্ধ মাছ-মাংস।  

2/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

পাওয়া যাবে না মাছ-মাংস সহ কোনও আমিষ খাবার। বন্ধ থাকবে দোকান। বন্ধ অনলাইন হোম ডেলিভারিও। কোনও রেস্তরাঁতেও মিলবে না কোনও আমিষ পদ।  

3/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি, প্রায় ১ মাস সবরকম নন-ভেজ নিষেধাজ্ঞা! আর তাতেই মাথায় হাত বেঙ্গালুরুর প্রবাসী বাঙালিদের।  

4/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

আসলে অ্যারো ইন্ডিয়া ২০২৫ উপলক্ষে বেঙ্গালুরুর একাংশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন সংলগ্ন ১৩ কিলোমিটার এলাকায়।  

5/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

অ্যারো শোয়ের সময় পাখির কারণে এয়ারক্রাফটের যাতে কোনও ক্ষতি না হয়, সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকে (BBMP)।   

6/6

মাছ-মাংস নিষিদ্ধ!

Fish Meat Ban

ফেব্রুয়ারির ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই অ্যারো শো। আর তাই ইন্ডিয়ান এয়ারক্রাফ্ট রুলস ১৯৩৭ এবং BBMP অ্যাক্ট ২০২০ অনুযায়ী ১ মাসের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।