SIM Card Validity: রিচার্জ না করালেও SIM কার্ড চালু থাকবে কতদিন, নতুন বছরে বড় খবর দিল ট্রাই
Jan 20, 2025, 19:33 PM IST
1/5
ট্রাই
অনেকের একাধিক সিম কার্ড রয়েছে। আবার সম্প্রতি মোবাইল রিচার্জের খরচ লাফিয়ে বেড়েছে। ফলে অনেকেই চাইছেন কিছুদিন গ্যাপ দিয়ে রিচার্জ করাতে। এতে কিছুটা হলেও খরচ বাঁচবে। ওইসব গ্রাহকদের জন্য সুখবর দিল ট্রাই। কেউ যদি রিচার্জ নাও করেন তাহলেও সিম চালু থাকবে। দুম করে বন্ধ হয়ে যাবে না। এমনই নিয়ম করল ট্রাই।
2/5
ভোডাফোন
ভোডাফোনের সিম যারা ব্যবহার করেন তারা রিচার্জ না করেও সিম ৯০ দিন চালু রাখতে পারবেন। তার পরে রিচার্জ না করলে তা বন্ধ করে দেওয়া হবে।
photos
TRENDING NOW
3/5
জিও
যারা জিও সিম ব্যবহার করেন তারা রিচার্জ না করলেও সিম চালু থাকবে ৯০ দিন। এখন কেউ যদি ৯০ দিন পরেও রিচার্জ না করেন তাহলে তা সিম বন্ধ হয়ে যাবে।
4/5
বিএসএনএল
বিএসএনএলের সিম যদি থাকে তাহলে সেই সিম চালু থাকবে ১৮০ দিন। তার পরেও রিচার্জ না করলে তা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে।
5/5
এয়ারটেল
এয়ারটেলের সিম যারা ব্যবহার করেন তাদের সিম চালু থাকবে ৬০ দিন। তার পরেও যদি রিচার্জ না করেন তাহলে নম্বর বন্ধ হয়ে যাবে। ওই নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে।