5no Swapnamoy Lane Premiere: পুরনো বাড়ি, পরিবার, সম্পর্ক! ফের এক আবেগী গল্প নিয়ে বড়পর্দায় পরিচালক মানসী সিনহা...

Manasi Sinha: 'এটা আমাদের গল্প' ছবির ব্যাপক সাফল্য়ের পর ফের পরিচালনায় মানসী সিনহা। শুক্রবার মুক্তি পেতে চলেছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নং স্বপ্নময় লেন'।

Dec 19, 2024, 14:43 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনের আগেই শুক্রবার মুক্তি পেতে চলেছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নং স্বপ্নময় লেন'। বুধবার ছিল সেই ছবির প্রিমিয়ার। 

2/7

পরিচালনায় মানসী সিনহা এবং ছবি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র। ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি, সায়ন সূর্যসহ আরও অনেক শিল্পী।      

3/7

সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাইবোনকে ঘিরে, যারা তাঁদের পূর্বপুরুষের ফেলে আসা বাড়ি ফিরে পাওয়ার চেষ্টা করে।     

4/7

সেই যুদ্ধে তাঁদের পাশে এসে দাঁড়ায় এক নিঃস্বার্থ ডাক্তার, এক চতুর আইনজীবী এবং তাঁদের নিজেদের জীবনসঙ্গী। এই নিয়েই এগিয়েছে গল্প।     

5/7

গল্পটি একদিকে পুরোনো দিনের স্মৃতি নিয়ে আসে, আবার অন্যদিকে বর্তমান সময়ের বাস্তবতার মুখোমুখি করে। প্রতিটি মুহূর্তে সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গভীরতা স্পর্শ করবে দর্শকদের হৃদয়।      

6/7

ছবি সম্পর্কে মানসী সিনহা বলেন, 'আমি নিশ্চিত, যে সমস্ত দর্শক, ভালো গল্প দেখতে চান, তাঁদের এই ছবি ভাল লাগবে'।    

7/7

পরিচালক আরও বলেন, 'এই ছবিতে একদিকে যেমন আবেগ রয়েছে, তেমনই সিনেম্যাটিক'। ছবি নিয়ে আশাবাদী পরিচালক।