1/6
এক ঝলক দেখলে মনে হবে যেন সবুজ কার্পেট পাতা হয়েছে সিমেন্টের বাঁধানো সমুদ্র বিচে, অথবা নরম সবুজ ঘাসের লন। স্বাভাবিকভাবে উৎসুক পর্যটকেদের তার ওপর দিয়ে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে এক পাক হেঁটে বেড়িয়ে আসতে বাসনা জাগবেই। আবার পেছনে সমুদ্রের মনোরম ব্যাকগ্রাউন্ড রেখে সবুজ ঘাসের ন্যায় লনে দাঁড়িয়ে সেলফি অথবা ফটো শুটের ইচ্ছে জাগছে অনেকেরই। আর তাতেই বিপদ। -তথ্য ও ছবি-কিরণ মান্না
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
দুর্ভাগ্যজনক ভাবে বেশ কয়েকজন জোয়ারের সময় হাঁটতে গিয়ে পা স্লিপ করে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। বিশেষ করে ওল্ড দিঘার পাথরের ঢালাই করা ঘাট সহ বিচে এই ধরনের ঘন সবুজের শ্যাওলা দেখা দিচ্ছে। শুধু শ্যাওলা নয় শ্যাওলার ভেতরে ব্লেডের ন্যায় ধারালো ছোট ছোট ঝিনুক ও রয়েছে। যা অত্যন্ত বিপদজনক। -তথ্য ও ছবি-কিরণ মান্না
5/6
প্রায় বছর তিনেক এই শ্যাওলার উৎপত্তি ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। বারে বারে এমন ঘটনা ঘটতে থাকায় প্রশাসনের তরফে ওল্ড দীঘার এক নম্বর এবং দু'নম্বর ঘাটে বিশেষ করে শ্যাওলার উপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অভিযোগ উঠছে প্রশাসনের নজরদারির অভাব, শ্যাওলা সময়মতো পরিষ্কার করা হচ্ছে না। সচেতন করার কোন ব্যবস্থা করছে না। যে কারণে পর্যটকেরা না বুঝে নেমে পড়ছেন ওই সমস্ত শ্যাওলার জায়গাগুলোতে। আর বিপদ ঘটছে প্রতিনিয়ত। -তথ্য ও ছবি-কিরণ মান্না
6/6
বিশেষজ্ঞরা বলছেন শ্যাওলা এর আগেও ছিল তবে এত পিচ্ছিল ঘন কার্পেটের মতো দেখতে শ্যাওলা দেখা যেত না। কেন হচ্ছে তা অবশ্য খতিয়ে দেখার বিষয়। যদিও মহকুমা শাসক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি পর্যটকদের কাছে বিপদজন। পরিষ্কার করা হয় তবে সব সময় পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না। যে কারণে ঘাট গুলিতে স্নান করা বা অবাধ চলাফেরা করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সচেতনতার জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। -তথ্য ও ছবি-কিরণ মান্না
photos