Rituparna Sengupta: 'মা-কে জানালাম বিচার দাও', দেবী লক্ষ্মীর আরাধনায় ঋতুপর্ণা...
Lakshmi Puja 2024: পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে-ঘরে শুরু হয়ে গিয়েছে দেবী লক্ষ্মীর আরাধনা। এই বিশেষ দিনে লক্ষ্মীর আরাধনায় মাতেন বহু টলি তারকারা।
Oct 16, 2024, 23:50 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে-ঘরে শুরু হয়ে গিয়েছে দেবী লক্ষ্মীর আরাধনা। এই বিশেষ দিনে লক্ষ্মীর আরাধনায় মাতেন বহু টলি তারকারা। প্রত্যেকবারের মত এবারে লক্ষ্মী পুজো পালন করলেন টলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
2/6
অভিনেত্রী জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছেন, এবারে লক্ষ্মীপুজো কোনও ঘটা করে করেননি। বাড়িতেই শুধু ঘরোয়াভাবে মায়ের আরাধনা করেন ঋতুপর্ণা।
photos
TRENDING NOW
3/6
নিজের বাড়িতেই স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং শাশুড়িকে নিয়ে ঘরোয়াভাবেই পুজো সারলেন ঋতুপর্ণা।
4/6
তিনি আরও জানান, পুজো সেরেই তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্য রওনা দেবেন। সেখানে গিয়ে তিনি পুজো করতে পারেন।
5/6
ঋতুপর্ণা বলেন, 'মা-কে জানালাম শান্তি, সুরক্ষা, বিচার দাও। আমাদের জীবনে যা ঘটছে, সব যেন নির্মূল হয়। শান্তি আসে, বিচার আসে এই প্রার্থনা করি মায়ের কাছে।'
6/6
মঙ্গলবার অভিনেত্রী মেয়ো রোডের কার্নিভাল মাতান। বডিগার্ড লাইন্স আবাসিক সমিতির পুজোর হয়ে কার্নিভালে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা। এমনকি মঞ্চ থেকে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়, রচনা, জুন ও নুসরতও।