বুধবার সন্ধ্য়ায় বাগপাড়া সেকেন্ড লেনে এক দৃষ্টিহীন তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তরুণী বিয়ে করবে না বলেই জানায়। তবুও তাঁকে বলা হয় বিয়ে করতে হবে। কয়েকজন অপরিচিতদের হাতে ওই তরুণীকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখে এক মহিলা বাধা দেন।
photos
TRENDING NOW
3/6
এরপর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়। এবং সঙ্গে সঙ্গে রিষড়া থানায় ঘটনাটির খবর যায়। রিষড়া থানার পুলিস ঘটনাস্থলে যায়। ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
4/6
স্থানীয় কাউন্সিলর মনোজ গোস্বামী বলেন, 'কোনও খারাপ উদ্দেশ্যে এই মেয়েটিকে অপরিচিত লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্থানীয় লোকেরা সেটা বুঝতে পেরে বাধা দেয়।'
5/6
স্থানীয় এক বাসিন্দা জানান, কিছুদিন ধরে মেয়েটি বিপ্লব রায়ের বাড়িতে থাকছিল। তারাই চেষ্টা করছিল জোর করে বিয়ে দিয়ে দেওয়ার। বিক্রি করার উদ্দেশ্য নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল সেটা পুলিস খতিয়ে দেখুক। মেয়েটিকে হোমে পাঠিয়ে দেওয়া হোক।
6/6
বিপ্লব রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তাঁর স্ত্রী রুনি রায় অভিযোগ অস্বীকার করে বলেন, জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল না।