Mahakumbh 2025 Fire: মহাকুম্ভে বিস্ফোরণ-বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক তাঁবু, চারদিকে আর্তনাদ-চিত্কার...

Jan 19, 2025, 17:39 PM IST
1/5

কুম্ভে আগুন

কুম্ভে আগুন

রবিবার বিকেলে আগুন লেগে গেল কুম্ভমেলায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই ওই আগুন লেগেছে। উত্তরপ্রদেশের এই মহাকুম্ভে এবার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। রয়েছেন বহু বিদেশিও।

2/5

গীতা প্রেসের কাছে আগুন

গীতা প্রেসের কাছে আগুন

এদিন বিকেলে সেক্টর ১৯ এর একাধিক তাঁবুতে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনের শিখা দেখেই ছুটে আসে  দমকল, সাধারণ পুণ্যার্থী ও নিরাপত্তারক্ষীরা। জানা যাচ্ছে গীতা প্রেস তাঁবুর কাছে প্রথম আগুন লাগে।

3/5

এনডিআরএফ

এনডিআরএফ

দমকলের পাশাপাশি এনডিআরএফের একাধিক টিম কাজে নেমে পড়ে। চারদিকে শুরু হয়ে যায় হুড়োহুড়ি, চিত্কার। সবেমিলিয়ে পুড়ে গিয়েছে একশোরও বেশি তাঁবু।  

4/5

যাচ্ছেন যোগী আদিত্যনাথ

যাচ্ছেন যোগী আদিত্যনাথ

আগুনের সঙ্গে ছিল শক্তিশালী বাতাস। ফলে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক তাঁবুতে। তবে এখনও পর্য়ন্ত কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে যাচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  

5/5

সিলিন্ডার বিস্ফোরণ

সিলিন্ডার বিস্ফোরণ

সংবাদসংস্থার খবর অনুযায়ী সেক্টর ১৯-এ ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তার জেরেই আগুন লেগে যায় তাঁবুতে। এমনটাই জানিয়েছেন আখাড়া থানার অফিসার ইনচার্জ ভাস্কর মিশ্র। অন্যদিকে, প্রয়াগরাজ জোনের এডিজি ভানু ভাস্কর সংবাদমাধ্যমে বলেন, সেক্টর ১৯-এ একটি তাঁবুতে ২-৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আহত হননি। अत्यंत दुःखद! #MahaKumbh में आग लगने की घटना ने सभी को स्तब्ध कर दिया। प्रशासन तुरंत राहत और बचाव कार्य सुनिश्चित कर रही है । माँ गंगा से सभी की सुरक्षा के लिए प्रार्थना है  pic.twitter.com/Msg6MGIvUE — MahaKumbh 2025 (@MahaaKumbh) January 19, 2025