IPL 2021: Krunal Pandya ঘড়ি বলতে অজ্ঞান! কালেকশনে আছে কোটি-কোটি টাকার টাইমপিস

 

Apr 19, 2021, 20:24 PM IST

 

 

1/8

বলিউড সেলেব থেকে ক্রিকেটার, ঘড়ির প্রতি অনেকেরই রয়েছে অমোঘ আকর্ষণ! আর এই তালিকায় অন্যতম নাম ক্রুনাল পাণ্ডিয়া (IPL 2021)৷ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) তারকা অলরাউন্ডার গর্ব করতে পারেন তাঁর ঘড়ির সম্ভারের জন্য৷ বিশ্বের তাবড় ঘড়ি নির্মাতাদের সেরার সেরা মডেলই রয়েছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দাদার কাছে৷ ক্রুনালের কব্জিতে শোভা পায় কোটি-কোটি টাকার টাইমপিস৷ 

2/8

দেখতে গেলে পোশাকের সঙ্গে মানানসই ঘড়িই বেছে নেন ক্রুনাল৷ কোনওটা স্পোর্টি ট্রেন্ডি লুক তো, কোনওটা আবার ক্লাসিক লুক৷ এটা বোঝা যায় যে, ক্রুনাল ভীষণ ভাবে নিজের স্টাইল স্টেটমেন্টে আলাদা করে ঘড়িকে স্থান দিয়েছে৷

3/8

ক্রুনালের ঝোঁক মূলত স্টিল ব্য়ান্ডের প্রতিই৷ তাঁর কালেকশনে স্টিল ব্য়ান্ডের সম্ভারই তুলনামূলক ভাবে বেশি৷ ক্রুনাল ইনস্টাগ্রামে প্রায়ই ছবি পোস্ট করেন৷ সেখানে তাঁর কব্জিতে ঘড়িগুলি আলাদা করে নজর কেড়ে নেয়৷

4/8

ক্রুনাল কিন্তু বরাবরই তাঁর ঘড়ি শো-অফ করতে ভালবাসেন৷ সেটা পার্টি হোক বা ফটোসেশন৷ ক্রুনালের হাতের দিকে তাকালেই বোঝা যায় তা স্পষ্ট৷

5/8

রয়েছে Audemars Piguet Royal Oak in Frosted Gold৷ নামই বলে দিচ্ছে যে, এই ঘড়ি ১৮ ক্যারাট হোয়াইট গোল্ডে তৈরি৷ মহামূল্যবান ঘড়ির মধ্যেই এই ঘড়িটি৷ এর দাম ভারতীয় মুদ্রায় ৫৩ লক্ষ ৪৯ হাজার টাকা৷ আরেকটি নীলের ওপর হোয়াইট-গোল্ড ডায়ালে Audemars Piguet Royal Oak Chronograph রয়েছে ক্রুনালের৷ যাঁর দাম ভারতীয় মুদ্রায় ২২.৭৫ লক্ষ টাকা৷

6/8

শুনতে অবাক লাগলেও ক্রুনালের কাছে থাকা সবচেয়ে কম দামি ঘড়িটি Breitling Navitimer 1 B01 Chrono 46৷ সামুদ্রিক কর্মী এবং নৌ আধিকারিকদের কথা মাথায় রেখে বানানো এই ঘড়িটি ম্যাপ রিডিং ও জল পথে পথ নির্দেশক হিসাবে কাজ করে৷ স্টিলের ওপর অসাধারণ রুবির কাজ দেখা যায় এই মডেলের ঘড়িতে৷ এর দাম ভারতীয় মুদ্রায় ৬.৯ লক্ষ টাকা৷

7/8

ঘড়ি সংগ্রাহকদের কাছে রোলেক্স (Rolex) একটা আলাদাই আবেগ৷ ক্রুনালের কাছেও রয়েছে একাধিক রোলেক্সের ঘড়ি৷ Rolex GMT Master 2 18K Rose Gold (ভারতীয় মুদ্রায় দাম ১.১৪ কোটি টাকা), ক্লাসিক ও সিম্পল ডিজাইনের Rolex Day Date 40 Evorose Gold (ভারতীয় মুদ্রায় দাম ২৫.৬১ লক্ষ টাকা) Rolex Cosmograph Daytona Rainbow (ভারতীয় মুদ্রায় দাম ৭২ লক্ষ টাকা)

8/8

ক্রুনালের সংগ্রহে সবচেয়ে দামি ঘড়িটি Patek Philippe 5980/1R Nautilus Black Dial, পয়সা থাকলেও এই ঘড়ি সঙ্গে সঙ্গে কেনা যায় না৷ রিটেল থেকে কিনতে গেলে অপেক্ষা করতে হবে আটটি বছর৷ এই ঘড়িটির বাজারদর ১ কোটি ২৪ লক্ষ টাকা৷ বোঝাই যাচ্ছে যে, ক্রুনালের ঘড়ি প্রেম এক অন্য পর্যায়ের৷ তাঁর রুচি ও পছন্দ ভীষণ ভাবেই বাকিদের থেকে আলাদা৷ আর ঘড়ির ব্যাপারে ক্রুনাল বলে বলে মাত দিতে পারেন তাঁর ভাই হার্দিককেও৷