EXPLAINED | Asteroid Alert: পৃথিবীর দিকে আজই ধেয়ে আসছে বিশালাকার দুই গ্রহাণু! খুব শীঘ্রই ধ্বংসের মুখে মানবসমাজ!

Asteroid Alert: দ্রুত গতিবেগে ধেয়ে আসছে গ্রহাণু। কী হবে পৃথিবীর ? নাসা জারি করেছে সতর্কবার্তা। তবে কি ধ্বংসের মুখে পৃথিবী? 

Jan 09, 2025, 16:16 PM IST
1/6

২০২৫ সালের শুরুতেই

নতুন বছরে নতুন বিপত্তি! ২০২৫ সালের শুরুতেই ধেয়ে আসছে মহা বিপদ। একটি নয় দুটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর বুকে। এমনই সতর্কবার্তা দিয়েছে নাসা। 

2/6

বিশালাকার

পৃথিবীর দিকে বৃহস্পতিবার বিশালাকার দুই গ্রহাণু আসছে জানাল নাসা।

3/6

দুই গ্রহাণু

দুই গ্রহাণু একটার নাম 2024 YW9 আরেকটার নাম 2024 PT5। 

4/6

2024 YW9

2024 YW9-এর পরিধি প্রায় ৬০ ফুটের। প্রায় একটি বাড়ির সমান। প্রায় ২৮ হাজার ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

5/6

2024 PT5

2024 PT5 একটু ছোট। ৩৬ ফুটের একটি বাসের সমান। প্রায় ৩ হাজার ৬৯১ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে। 

6/6

কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই

যদিও নাসার দাবি এরফলে পৃথিবীর তেমন কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারা একটি নির্দিষ্ট দূরত্ব রেখেই পৃথিবী থেকে সরে যাবে। আজ অর্থাৎ বৃহস্পতিবারই এই দুটি গ্রহানু পৃথিবীর ধার দিয়ে চলে যাবে।