চালকবিহীন গাড়ি দুর্ঘটনায় মৃত ২, ড্রাইভার সিটে ছিল না কেউ
Apr 19, 2021, 18:47 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: পৃথিবীর সবচেয়ে উন্নততম টেকনোলজি দিয়ে তৈরি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে ছিল না কোনো ড্রাইভার। তবে গাড়িটি নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন দুই ব্যক্তি।
2/6
গাড়ি নিজের মতো চলছিল। বলা চলে একেবারে নিজের বুদ্ধিতে চলছিল। গাড়ির ভিতর বসে ছিলেন ওই দুই ব্যক্তি। যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা ওই উন্নত গাড়িটির। জানা গিয়েছে টেসলার তৈরি ড্রাইভার লেস গাড়ি ছিল এটি।
photos
TRENDING NOW
3/6
কিন্তু গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে গাছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে তারা দেখেন ডাইভার সিট ফাঁকা। সামনের প্যাসেঞ্জার সিটে বসে আছেন একজন এবং পিছনের সিটে বসে আছেন আরেকজন। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির।
4/6
পুলিশ জানিয়েছে তারা ৯৯.৯ শতাংশ নিশ্চিত গাড়ির ড্রাইভার সিটে কেউ ছিল না।
5/6
ঘটনায় তদন্তে নেমে পুলিস জানতে পারে গাড়িটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি। চালকবিহীন গাড়ি। অর্থাৎ গাড়িটি সফটওয়্যার ও উন্নত প্রযুক্তি মারফত এগিয়ে যায়।
6/6
সম্প্রতি খতিয়ে দেখা হচ্ছে গাড়ির ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। গাড়ি নির্মাণ সংস্থা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন দুর্ঘটনা কেন ঘটল?